কাঠগড়ায় কেষ্ট ঘনিষ্ঠ বিধায়ক, মমতার বৈঠকের মাঝেই দল ছাড়লেন বীরভূমের তৃণমূল নেতা!

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এলাকার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংয়ের উপর ক্ষোভপ্রকাশ করে দল ছাড়লেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মৃগাঙ্ক মণ্ডল। একইসঙ্গে অঞ্চল সভাপতির পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। 

Updated By: Mar 24, 2023, 02:40 PM IST
কাঠগড়ায় কেষ্ট ঘনিষ্ঠ বিধায়ক, মমতার বৈঠকের মাঝেই দল ছাড়লেন বীরভূমের তৃণমূল নেতা!

প্রসেনজিত্ মালাকার : একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জেলা নিয়ে বৈঠক। অন্যদিকে, আজই দল ছাড়লেন বীরভূমের তৃণমূলের নেতা। কেষ্টর বীরভূমে এবার তৃণমূল কংগ্রেসে ভাঙন। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এলাকার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংয়ের উপর ক্ষোভপ্রকাশ করে দল ছাড়লেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মৃগাঙ্ক মণ্ডল। 

একইসঙ্গে অঞ্চল সভাপতির পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। মৃগাঙ্ক মণ্ডল বীরভূমের নলহাটি-১ নম্বর ব্লকের বাউটিয়া অঞ্চলের সভাপতি ছিলেন। ২২ মার্চ তৃণমূলের নলহাটি-১ নম্বর ব্লক সভাপতি অশোক ঘোষের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগী অঞ্চল সভাপতির অভিযোগ, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংয়ের কুমন্তব্যের কারণেই দল থেকে পদত্যাগ করলেন তিনি।

অন্যদিকে, সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে গরুপাচার মামলায় শনিবার দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। আয়কর সংক্রান্ত নথি এবং সম্পত্তির নথি সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও নিয়ে যেতে নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিউড়ি থানার আইসি মহম্মদ আলি বীরভূমে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাই ইডি আধিকারিকদের দাবি, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই অফিসারের গরুপাচার মামলায় যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন ধরে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘ আইনি টানাপোড়েনের  পর তাঁকে দিল্লি উড়িয়ে নিয়ে যায় ইডি। বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি কেষ্ট।

আরও পড়ুন, সুজনবাবুর স্ত্রীর চাকরি কীভাবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তদন্ত করব : ব্রাত্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.