তৃণমূল কর্মীর বাড়ির মহিলাদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
মেরে হাত ভেঙে দেওয়া হয়। ঘর থেকে টেনে বের করে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়।
নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুরের লাউদোহায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর। বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
লোকসভা ভোটের ফল ঘোষণা হতেই লাউদোহায় পাটশাওড়া গ্রামে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে হামলা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী প্রতিমা বাগদির অভিযোগ, আচমকাই বিজেপির বেশ কয়েকজন দুষ্কৃতী রড, শাবল ও অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর তাণ্ডবের পর মারধরও করা হয়।
আরও পড়ুন, ভোটের ফল বেরতেই হিংসা, বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, ধারালো অস্ত্রের কোপ
দুষ্কৃতীদের মারের হাত থেকে বাড়ির মহিলারাও বাদ পড়েনি বলে অভিযোগ। অভিযোগ, মেরে হাত ভেঙে দেওয়া হয়। ঘর থেকে টেনে বের করে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। এই ঘটনায় দুর্গাপুর ফরিদপুর থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতা সন্টু হালদারের সাফ দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই।