বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, আহত ৩ বিজেপি কর্মী

রবিবার কেশপুরের তৃণমূলের তরফে একটি মিছিল করা হয়। সেই মিছিল থেকেই কেশপুরের দোগাছিয়া, নেড়াদেউল সহ একাধিক গ্রামে বিজেপি কর্মীদের ওপর তৃনমূল হামলা চালায় বলে অভিযোগ। 

Updated By: Jun 24, 2019, 03:23 PM IST
বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, আহত ৩ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর। মিছিল চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি, বোমাবাজির অভিযোগ। আহত তিন বিজেপি কর্মীকে হাসপাতালেভর্তি করা হয়েছে।

 

প্রসঙ্গত, রবিবার কেশপুরের তৃণমূলের তরফে একটি মিছিল করা হয়। সেই মিছিল থেকেই কেশপুরের দোগাছিয়া, নেড়াদেউল সহ একাধিক গ্রামে বিজেপি কর্মীদের ওপর তৃনমূল হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির পতাকা খুলে নেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেই  সোমবার সকালে চড়কা থেকে কেশপুর থানায় অভিযোগ জানাতে মিছিল করে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা।

‘Cut Money মানে CM’, প্ল্যাকার্ড হাতে বিধানসভায় বিক্ষোভ বাম-কংগ্রেসের

 সেসময় পঞ্চমিতে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।  ঘটনার পর বিশাল পুলিশ এলাকায় পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকায় চলছে পুলিশি টহল। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।

 

.