Sandeshkhali | Mamata Banerjee: শাহজাহান-বিতর্কের প্রায় ১ বছর পরে সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী...
Sandeshkhali: আগামীকাল, সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তার আগে আজ, রবিবার হেলিকপ্টার মহড়া সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে।
![Sandeshkhali | Mamata Banerjee: শাহজাহান-বিতর্কের প্রায় ১ বছর পরে সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী... Sandeshkhali | Mamata Banerjee: শাহজাহান-বিতর্কের প্রায় ১ বছর পরে সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/29/511935-sandeshkhali.png)
বিমল বসু: আগামীকাল, সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তার আগে আজ, রবিবার হেলিকপ্টারের মহড়া সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে।
আগামীকাল, সোমবার সন্দেশখালির অরবিন্দ মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠিনে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। সন্দেশখালি নদীমাতৃক দ্বীপ হওয়ায় প্রশাসন নিরাপত্তার প্রশ্নে কোনো ভাবে খামতি রাখতে চাইছে না।
সন্দেশখালির একদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল, অন্য দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তাই নিরাপত্তা কঠোর করা হচ্ছে। প্রসঙ্গত, আজ, রবিবার হেলিপ্যাড পরিদর্শনে এলেন উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। আগামীকাল মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন। তাই সন্দেশখালিতে তার আগে হেলিকপ্টার-মহড়া আজ।
এদিকে মুখ্যমন্ত্রীর একদিন পরেই, ৩১ ডিসেম্বর সন্দেশখালিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি 'জনসংযোগ যাত্রা' করবেন।
কিছুদিন আগেও সন্দেশখালি উত্তপ্ত ছিল। তৃণমূল নেতা শেখ শাসাহজাহান রেশন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন সেখানে, গ্রেফতারও হন। তাঁরই সঙ্গে নাম সামনে আসে তাঁরই দুই সহকারী শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের। সেখানে তৃণমূলের অত্যাচারের অভিযোগ তোলে বিজেপি এবং এর বিহিতের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যায়। যদিও ভোটের ফলে দেখা যায়, সন্দেশখালি তৃণমূলপ্রার্থীকেই বেছে নিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)