রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭৪; মৃত ১৫, জানালেন মুখ্যসচিব

মঙ্গলবার কলকাতা-হাওড়ায় আরও ২২০ জনের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ ও নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে বলে জানান মুখ্যসচিব

Edited By: Priyanka Dutta | Updated By: Apr 21, 2020, 10:11 PM IST
রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭৪; মৃত ১৫, জানালেন মুখ্যসচিব

নিজস্ব প্রতিবেদন: "কেন্দ্রীয় দলের সঙ্গে কথা বলেছি, তাঁরা কলকাতা ঘুরতে চেয়েছে, আমরা ব্যবস্থা করেছি। যা জানতে চেয়েছে বলেছি।" মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যসচীব রাজীব সিনহা।

করোনা নিয়ে প্রকাশ্য সংঘাত শুরু হয়েছে কেন্দ্র-রাজ্যে। সরকারকে না জানিয়ে রাজ্যে কেন কেন্দ্রীয় প্রতিনিধি দল?  গতকালই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। আজ প্রতিনিধি দলের কলকাতার বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা ছিল। আর সেই প্রসঙ্গই একথা জানালেন মুখ্যসচিব।

আরও পড়ুন-দেশে করোনা আক্রান্ত ১৮,৯৮৫; সুস্থ হওয়ার হার ১৭.৪৮ শতাংশ, জানাল স্বাস্থ্য মন্ত্রক

এদিন, নবান্নে দেওয়া মুখ্যসচিবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জেলায় ২৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে, রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪। আরও ৩ জনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও করোনা রোগী সুস্থ বলে ঘোষিত হননি। গত ২৪ ঘণ্টায় ৭১৩ জনের পরীক্ষা হওয়ায় রাজ্যে মোট ৬১৮২ জনের করোনা টেস্ট করা হয়েছে।

মঙ্গলবার কলকাতা-হাওড়ায় আরও ২২০ জনের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ ও নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে বলে জানান মুখ্যসচিব। এই নিয়ে রাজ্যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

আরও পড়ুন-করোনা নিয়ে রাজ্যের সঙ্গে রাজনীতি করছে কেন্দ্র, তোপ দাগলেন সুদীপ

মুখ্যসচিব আরও বলেন, রাজ্যে এখন ৯টি জেলা গ্রিন জোন। ১০টি জেলা অরেঞ্জ জোন। ৪টি জেলা রেড জোন। ত্রুটি ধরা পড়ায় নাইসেডের বদলে পুণে থেকেই করোনা পরীক্ষার কিট রাজ্যকে দেওয়ার কথা কেন্দ্রকে বলা হয়েছে বলে এদিন মুখ্যসচিব জানান। হটস্পট জেলা উত্তর ২৪ পরগনার বারাসতে এদিন লকডাউন খতিয়ে দেখতে পথে নামেন জেলাশাসক ও পুলিস সুপার।

.