মাওবাদীদের আইইডি হামলায় শহিদ বাংলার সিআরপিএফ জওয়ান

মঙ্গলবার দুপুরে  ছত্তিশগড়ে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন সঞ্জিতকুমার। 

Updated By: Dec 12, 2018, 01:52 PM IST
মাওবাদীদের আইইডি হামলায় শহিদ বাংলার সিআরপিএফ জওয়ান

 নিজস্ব প্রতিবেদন: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি-হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান সঞ্জিতকুমার হরিজন। খবর পৌঁছানো মাত্রই বছর তেত্রিশের সঞ্জিতকুমার হরিজনের আসানসোলের বাড়িতে  এখন শুধু কান্নার রোল।

মঙ্গলবার দুপুরে  ছত্তিশগড়ে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন সঞ্জিতকুমার। সেই সময়ই মাটিতে বিছিয়ে রাখা মাওবাদীদের আইইডি তাঁর পায়ে লেগে যায়। বিস্ফোরণে গুরুতর জখম হন জওয়ান।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় রায়পুরে।  চিকিত্সকদের শত চেষ্টা বিফলে যায়।

হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সঞ্জিতকুমার।  রাতেই খবর পৌঁছয় আসানসোলের কালিপাহারি  ঘুষিক কোলিয়ারির বাড়িতে। রাতেই যেন গোটা পাড়া ভেঙে পড়েন সঞ্জিতকুমারের বাড়িতে। বাবা ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী । একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে শোকে পাথর মা।  কিন্তু হার মানেননি বাবা রাম আয়ুধ। দেশের জন্য প্রয়োজনে নিজের নাতিদেরও সেনাবাহিনীতে পাঠাতে প্রস্তুত তিনি। বুধবার  বিকালে  আসানসোলের বাড়িতে পৌঁছবে সঞ্জিতকুমারের কফিনবন্দি দেহ।

.