রাত হলেই জঙ্গলে লাগছে আগুন, রহস্যের গন্ধ পাচ্ছেন এলাকার বাসিন্দারা
শীতের শেষ। এ সময় জঙ্গল ঢেকে থাকে শুকনো পাতায়। মালবাজারের গাজলডোবার তারঘেরা জঙ্গলে রাতের অন্ধকারে সেই পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে কেউ বা কারা। আতঙ্কিত মালবাজারের তারঘেরা জঙ্গল এলাকার বাসিন্দারা। রাতভর শুধু শোনা যাচ্ছে আতঙ্কিত পশু-পাখিদের আর্তনাদ। অভিযোগ,এরপরেও উদাসীন বন দফতর।
আরও পড়ুন: তোর ছবি ভাইরাল করব এখনই, কলেজছাত্রীদের ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেলিং যুবকের
শীতের শেষ। এ সময় জঙ্গল ঢেকে থাকে শুকনো পাতায়। মালবাজারের গাজলডোবার তারঘেরা জঙ্গলে রাতের অন্ধকারে সেই পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। রাতভর শুধু আতঙ্কিত পশু পাখিদের ডাক। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন: আরও অনেক ব্যাঙ্ক জড়িত, নোট বাতিলের সময়েই বড় জালিয়াতি: পিএনবিকাণ্ডে টুইট মমতার
কেউ বলছেন, এ কাজ শিকারীদের। পশু শিকারের জন্য এ কাজ করে থাকেন তাঁরা। অবিলম্বে বন দফতরের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা।