Digha: এবার দিঘা আরও আকর্ষণীয়! ক্রুজে হারিয়ে যান অসীম সমুদ্রের সুদূরে...
Cruise in Digha: দিঘা নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। বাঙালির আবেগকে নানা ভাবে মর্যাদা দেওয়ারও চেষ্টা করে প্রশাসন থেকে সংশ্লিষ্ট সব পক্ষ। সাম্প্রতিক কালে দিঘায় পর্যটনে নানা বদল এসেছে, যোগ হয়েছে অনেক নতুন উপাদান। সেই নতুনত্বেই এবার ঘটল আর এক সংযোজন। কী সেটা?
কিরণ মান্না: দিঘা নিয়ে বাঙালির আবেগের কোনও শেষ নেই। আর বাঙালির সেই আবেগকে নানা ভাবেই মর্যাদা দেওয়ার চেষ্টা করে প্রশাসন থেকে সংশ্লিষ্ট সব পক্ষই। সাম্প্রতিক কালে দিঘায় পর্যটনে নানা বদল এসেছে, যোগ হয়েছে অনেক নতুন উপাদান। সেই নতুনত্বেই এবার ঘটল আর এক সংযোজন।
আরও পড়ুন: West Bengal Weather Update: 'সুপর্ণা' নয়, আবহাওয়া দফতরই জানিয়ে দিল শীতকাল কবে আসবে...
দিঘার পর্যটন-মানচিত্রে এবার যুক্ত হতে চলেছে ক্রুজ পরিষেবা। নাম রাখা হয়েছে "প্রমোদতরী"। এই প্রমোদতরীতে চেপে পর্যটকেরা সমুদ্রবক্ষে ঘুরে বেড়াতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি মৎস্যজীবীদের জীবন-জীবিকা, তাঁদের মৎস্যশিকারের ছবি-সহ স্থানীয় কালীমন্দির, ম্যানগ্রোভ ইত্যাদি দেখার সুযোগ পাবেন তাঁরা।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল জানিয়েছেন, 'প্রমোদতরী'র টেন্ডার প্রক্রিয়া চলছে। খুব তাড়াতাড়ি এটা পর্যটকদের জন্য চালু করে দেওয়া হবে।
কোথা থেকে কোথায় ঘুরবে এই জলযান?
জানা গিয়েছে, চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী শৌলা পর্যন্ত সমুদ্রবক্ষে এই তরীটি চালানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
দিঘার সমুদ্রবক্ষে জলযানে ভ্রমণের এই সুযোগ নিঃসন্দেহে ভ্রমণপিপাসু মানুষদের কাছে দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলবে। সুসজ্জিত 'এমভি নিবেদিতা' নামক প্রমোদতরীটিতে পর্যটকদের জন্য থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা, থাকবে গান-বাজনার ব্যবস্থাও।
আরও পড়ুন: Kalipuja 2023: ইসমাইলের শ্যামা! মুসলিম শিল্পীর হাতেই নয়ন মেলেন হিন্দুর দেবী...
ইতিমধ্যেই নায়েকালি সেতু-সংলগ্ন চম্পা নদী ক্যানলে জোরকদমে এই জলযানযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে। খুব শীঘ্রই এই পরিষেবা পেতে পারবেন পর্যটকেরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)