নিজে গণতন্ত্র হরণ করে এখন নিজেই পুনরুদ্ধারে নেমেছেন মমতা, কটাক্ষ দিলীপের
মমতাকে দিলীপবাবুর কটাক্ষ, 'পঞ্চায়েত নির্বাচনে নিজেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র হরণ করেছেন দিলীপবাবু। আর এখন লোকসভা নির্বাচনে ধরাশায়ী হয়ে সেই গণতন্ত্র উদ্ধারের কথা মনে পড়েছে তাঁর।'
![নিজে গণতন্ত্র হরণ করে এখন নিজেই পুনরুদ্ধারে নেমেছেন মমতা, কটাক্ষ দিলীপের নিজে গণতন্ত্র হরণ করে এখন নিজেই পুনরুদ্ধারে নেমেছেন মমতা, কটাক্ষ দিলীপের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/04/195787-xsdygvx.jpg)
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র পুনরুদ্ধারের ডাককে কার্যত ব্যঙ্গ করে উড়িয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার মহারাষ্ট্র নিবাস হলে বিজেপির নির্বাচনী ফল পর্যালোচনা বৈঠকে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেন তিনি। বলেন, নিজে গণতন্ত্র হরণ করে, নিজেই তা উদ্ধারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দিলীপবাবু বলেন, 'এবারের লোকসভা নির্বাচনে মানুষ, রাস্তাঘাট, স্কুল-কলেজ হবে কি না এসব প্রশ্ন তোলেনি। বাংলার মানুষ সব জায়গায় একটাই প্রশ্ন করেছেন, ভোটটা দিতে পারব তো?' মমতাকে দিলীপবাবুর কটাক্ষ, 'পঞ্চায়েত নির্বাচনে নিজেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র হরণ করেছেন দিলীপবাবু। আর এখন লোকসভা নির্বাচনে ধরাশায়ী হয়ে সেই গণতন্ত্র উদ্ধারের কথা মনে পড়েছে তাঁর।'
ক্ষমতা থাকলে আমাকে জেলে নিয়ে যাক, কিন্তু...: বললেন অভিষেক
লোকসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, রাজ্যে ৪২টি আসনের ২২টি দখল করেছে বিজেপি। এর পরই রাজ্যজুড়ে তৃণমূলের পার্টি অফিস দখল করে বিজেপি। বহু জায়গায় ঘরছাড়া হন তৃণমূল কর্মীরা।