অগ্নিমূল্য বাজার দর, কোজাগরী লক্ষ্মীপুজোয় চিন্তায় মধ্যবিত্ত
অন্যদিকে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতের জেরেই জোগান কমেছে আর তার ফলেই বেড়েছে দাম।
![অগ্নিমূল্য বাজার দর, কোজাগরী লক্ষ্মীপুজোয় চিন্তায় মধ্যবিত্ত অগ্নিমূল্য বাজার দর, কোজাগরী লক্ষ্মীপুজোয় চিন্তায় মধ্যবিত্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/12/213066-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। তবে আগুন বাজারমূল্যে তার আগেই মাথায় হাত মধ্যবিত্তের। ফল থেকে সবজি সব কিছুর দাম শুনেই চোখ কার্যত কপালে ওঠারই উপক্রম ক্রেতাদের। সপ্তাহভর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া না হলেও লক্ষ্মী পুজোর আগের দিন পকেটে কার্যত টান পড়ছে বলেই জানাচ্ছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতের জেরেই জোগান কমেছে আর তার ফলেই বেড়েছে দাম।
ফল থেকে সবজি, একনজরে দেখে নেওয়া যাক দামগুলো
নারকেল- ৪০-৮০ টাকা/ পিস
আপেল ৮০-১২০টাকা কেজি
ন্যাসপাতি- ১০০-১২০টাকা/কেজি
পানিফল-৬০-৮০ টাকা/কেজি
আঙুর- ২৫০টাকা কেজি
বেদানা-
মুসাম্বি লেবু-
সবজি
টমেটো- ৫০-৬০ টাকা/কেজি
চন্দ্রমুখী আলু- ২২টাকা/কেজি
শসা- ৬০-৭০টাকা/কেজি
ফুলকপি-৩৫-৪০টাকা পিস
পটল- ৮০টাকা কেজি
কুমড়ো- ৩০ টাকা কেজি
লক্ষ্মীপুজো বা অন্যান্য পুজোর আগে বাজারদর বরাবরই কিছুটা চড়া থাকে। তবে এবার তা ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে বলেই মনে করছেন ক্রেতারা। সমস্ত জেলাতেই ছবিটা একইরকম। সবমিলিয়ে পুজোর আয়োজন করতে গিয়ে বিস্তর চিন্তায় পড়েছেন সকলেই। অতিরিক্ত দামে কালঘাম ছুটছে সাধারণের।