কিছুক্ষণের মধ্যে তৃণমূলের যোগ দিতে চলেছেন সিপিএমের এই প্রাক্তন সাংসদ
২০১১ সালে বামেরা ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও দলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। তবে কয়েক বছর ধরে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছিল বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। কিছুক্ষণের মধ্যে কলকাতা লাগোয়া নিউ টাউনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি।
১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়াডে জোড়া সোনা জিতেছিলেন জ্যোতির্ময়ী। ২০০৪ সালে সিপিএম প্রার্থী হিসাবে সত্যব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হন তিনি। ২০১১ সালে বামেরা ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও দলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। তবে কয়েক বছর ধরে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছিল বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সভা শুরুর আগে মঞ্চে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে দেখা যায় তাঁকে।