Siliguri Fire: বহুতলে জমজমাট বিয়ের আসর, আচমকাই দেখা গেল আগুনের শিখা....
যে ফ্ল্যাটে অনুষ্ঠান হচ্ছিল, সেই ফ্ল্যাটটি তিনতলায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল শিলিগুড়িতে।
![Siliguri Fire: বহুতলে জমজমাট বিয়ের আসর, আচমকাই দেখা গেল আগুনের শিখা.... Siliguri Fire: বহুতলে জমজমাট বিয়ের আসর, আচমকাই দেখা গেল আগুনের শিখা....](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/07/406487-siliguri.png)
নারায়ণ সিংহরায়: বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড! বরাতজোরে রক্ষা পেলেন অতিথিরা। কীভাবে আগুন লাগল? খতিয়ে দেখছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল শিলিগুড়িতে।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি শহরের পাঞ্জাবি পাড়ার একটি বহুতলে বিয়ের আসর বসেছিল। যে ফ্ল্যাটে অনুষ্ঠান হচ্ছিল, সেই ফ্ল্যাটটি তিনতলায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান চলাকালীন প্রথমে এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, তারপরই নাকি ওই ফ্ল্যাটে আগুন লেগে যায়! বাইরে থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
তারপর? স্রেফ দমকলে খবর দেওয়া নয়, আগুন নেভানোর কাজে নেমে পড়েন এলাকায় যুবকরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের মতে, দমকলকর্মী সময়মতো না পৌঁছালে, আগুন ভয়াবহ আকার নিতে পারত। কারণ, এলাকাটি ঘনবসতিপূর্ণ।
আরও পড়ুন: জুড়ে যাচ্ছে পূর্ব এবং দক্ষিণ পুর্ব রেলের লাইন, মশাগ্রাম দিয়ে নতুন রাস্তা বাঁকুড়ার