Uttar Dinajpur Shooting: আসামিকে দেওয়া চাদরের মধ্যেই ছিল আগ্নেয়াস্ত্র! গোয়ালপোখরে ২ পুলিসকর্মীকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Uttar Dinajpur Shooting: আসামিই গুলি চালায়। এমনটাই দাবি পুলিসের। তবে ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা আসামি
ভবানন্দ সিংহ: উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ২ পুলিসকর্মীর আহত হওয়ার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে আসামি সাজ্জাদ আলমই গুলি চালিয়েছে। অনুমান করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র ছিল সাজ্জাদের কাছেই। সূত্রের খবর, তদন্তকারীদের অনুমান ইসলামপুর কোর্ট লকআপ থেকে প্রিজন ভ্যানে ওঠার না নামার সময় কেউ বা কারা তাকে শীতের চাদর দেয়। সেই চাদরেই লুকিয়ে কেউ তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে থাকতে পারে। কোর্ট চত্ত্বরের সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন-নিজের বাড়িতেই একের পর এক কোপ সইফ আলি খানকে, লীলাবতী হাসপাতালে ভর্তি বলিউড স্টার
তদন্তকারীরা আশঙ্কা করেছেন, অভিযুক্ত সাজ্জাক বাংলাদেশ পালিয়ে যায়নি তো? পার্শ্ববর্তী বিহার বা নেপালে গা ঢাকা দিতে পারে অভিযুক্ত। এই প্ল্যান কি তবে রায়গঞ্জে জেলে বসেই হয়েছিল? অভিযুক্তকে ধরতে রাতভর সজাগ ছিল দুই পুলিস জেলার পুলিস। সীমান্তে বিএসএফকে অ্যালার্ট করার পাশাপাশি পুলিসেরও শ্যেনদৃষ্টি ছিল সীমান্তে। ছিল নাকা। পুলিস কুকুর দিয়ে অনেক রাত পর্যন্ত তদন্ত চলে। ঘটনার সময় প্রিজন ভ্যানে যে মহিলা পুলিস কর্মী ও গাড়ির চালক ছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকেও। কিন্তু ঘটনার পর প্রায় ১৬ ঘন্টা বাদেও নাগালের বাইরে অভিযুক্ত। অন্যদিকে, নিরাপত্তায় কোথায় ফাঁক ছিল তাও জানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিস।
উল্লেখ্য, গতকাল জাতীয় সড়কে প্রকাশ্য দিবালোকে পুলিসকে গুলি করে বিচারাধীন বন্দিকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ঘটনা। জানা গিয়েছে, করণদীঘি থানা এলাকার একটি হত্যা মামলায় অভিযুক্ত সাজ্জাক আলমকে ইসলামপুর মহকুমা আদালতে এদিন পেশ করে পুলিস। এরপর এদিন ইসলামপুর আদালত থেকে পুনরায় তাকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে আসার সময় অভিযুক্তের প্রকৃতির ডাক আসে। সে সময় গোয়ালপোখর থানার ইকরচালাতে প্রিজন ভ্যান দাঁড়ায় এবং শৌচকর্ম করতে নামলে তখনই দুস্কৃতীরা পুলিসকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। এরপর একটি বাইকে করে অভিযুক্তরা ওই আসামীকে সঙ্গে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা কিছু বুঝে ওঠার আগেই গুলিতে দুই পুলিসকর্মী এএসআই নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্য জখম হন।
গোয়ালপোখর থানার পুলিস খবর পেয়ে দ্রুত ছুটে আসে। আহতদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসলামপুর হাসপাতাল থেকে পরে অবস্থার অবনতি হলে তাদের উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। যদিও এখনো পর্যন্ত সঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি সাজ্জাক আলম করনদিঘি থানা এলাকায় ২০১৯ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল বলে জানা গেছে। সেইসঙ্গে ওই প্রিজন ভ্যানে মোট ৩ জন আসামী ছিল যাদের মধ্যে সাজ্জাক ছাড়া আরো দুজন মহিলা আসামী ছিল এবং দুজন মহিলা পুলিস কর্মী ও দুজন মহিলা পুলিস কর্মী ছিলেন বলে জানা গেছে।
এদিকে এই বিষয়ে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, ওই আসামীই গুলি চালায়। তবে কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে তদন্ত চলছে বলে এসপির বক্তব্য। অন্যদিকে বাইরে থেকে দুস্কৃতীদের গুলি করার তথ্যও উড়িয়ে দিচ্ছে না জেলা পুলিস। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। ওই আসামি কিভাবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসলামপুরের পুলিস সুপার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)