Kolkata: ছুটছে ট্রেন, ঝুলছে ছিনতাইবাজ; টিটাগড়ের হাড়হিম ছবি!
চলন্ত ট্রেনে মোবাইল চুরি। ধরা পড়ার ভয়ে চম্পট দিল ছিনতাইবাজ। চলন্ত ট্রেন থেকে ঝুলতে ঝুলতে হঠাৎ জাঁপ দিল সে। মোবাইলে ক্যামেরা বন্দি মুহূর্তের ছবি।
![Kolkata: ছুটছে ট্রেন, ঝুলছে ছিনতাইবাজ; টিটাগড়ের হাড়হিম ছবি! Kolkata: ছুটছে ট্রেন, ঝুলছে ছিনতাইবাজ; টিটাগড়ের হাড়হিম ছবি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/15/382433-kolkatatrain.jpg)
বরুণ সেনগুপ্ত: ট্রেনে যাত্রীদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নে ফের সংবাদ শিরোনামে রেল।
চলন্ত ট্রেনে মোবাইল চুরি। ধরা পড়ার ভয়ে চম্পট দিল ছিনতাইবাজ। চলন্ত ট্রেন থেকে ঝুলতে ঝুলতে হঠাৎ জাঁপ দিল সে। মোবাইলে ক্যামেরা বন্দি মুহূর্তের ছবি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে টিটাগড়-বারাকপুর লাইনে। জানা গিয়েছে, খড়দহ স্টেশন থেকে ছাড়ে আপ শান্তিপুর লোকাল। এরপর চলন্ত ট্রেন থেকে হঠাৎ ঝুলতে দেখা যায় একটি লোককে।
পরে জানা যায়, লোকটি একজন ছিনতাইবাজ। চলন্ত ট্রেন মোবাইল চুরি করতে গিয়ে যাত্রীদের কাছে ধরা পড়ে যায় সে। এরপর ভয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঝুলতে থাকে। চলন্ত ট্রেনের গেট ধরে তাকে ঝুলতে দেখা যায়। ঝুলতে ঝুলতে বেশ অনেকটা পথ যায় সে। এরপর একটা জায়গায় ট্রেন থেকে ঝাঁপ দেয়।
Watch: ছুটছে ট্রেন, ঝুলছে ছিনতাইবাজ; টিটাগড়ের হাড়হিম ছবি!#Zee24Ghanta pic.twitter.com/2SGvdmYnPB
— zee24ghanta (@Zee24Ghanta) July 15, 2022
গোটা ঘটনায় স্তম্ভিত যাত্রীরা। মোবাইল চোরের সাহসিকতার পাশাপাশি, যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)