সিমেন্ট বোঝাই ট্রাকে লুকানো বিপুল পরিমাণ গাঁজা, হলদিবাড়িতে আটক করল পুলিস
মেঘালয় থেকে আগরতলা হয়ে রাজ্যে ঢুকছিল ওই গাঁজা। রেলের কাজে ব্যবহৃত ট্রাকে করে তা আনা হচ্ছিল
![সিমেন্ট বোঝাই ট্রাকে লুকানো বিপুল পরিমাণ গাঁজা, হলদিবাড়িতে আটক করল পুলিস সিমেন্ট বোঝাই ট্রাকে লুকানো বিপুল পরিমাণ গাঁজা, হলদিবাড়িতে আটক করল পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/29/100590-janga.jpg)
নিজস্ব প্রতিবেদন: মেঘালয় থেকে রাজ্য ঢোকার মুখে বিপুল পরিমাণ গাঁজা আটকে দিল পুলিস। হলদিবাড়িতে ওই গাঁজা পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, ৫৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই গাঁজা পাচার করা হচ্ছিল রেলের কাজে ব্যবহৃত একটি ট্রাকে চাপিয়ে।
আরও পড়ুন-আদালতের নির্দেশের পরেও স্বামীর সঙ্গে সাক্ষাতে আসছে বাধা, অভিযোগ হাদিয়ার
হলদিবাড়ি থানার আইসি প্রবীর প্রধান জানিয়েছেন, পুলিসের কাছে খবর ছিল মেঘালয় থেকে একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা রাজ্যে ঢুকছে। আগরতলা হয়ে ওইসব গাঁজা আনা হচ্ছে সিমেন্টভর্তি একটি ট্রাকে। পুলিস আগে থেকেই ওঁত পেতে ছিল।
ট্রাকটিকে আটকানো হয় হলদিবাড়িতে। গ্রেফতার করা হয় ট্রাকের চালক ও খালাসিকে। ট্রাকের মধ্যে থাকা সিমেন্টের বস্তার নীচে লুকানো ছিল গাঁজা। হলদিবাড়িতে রেলের কাজ হচ্ছিল। সেই কাজের জন্য সিমেন্ট আনা হচ্ছিল ওই ট্রাকে।তবে ওই বিপুল গাঁজা ঠিক কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিস।
আরও পড়ুন-মুকুলের খাসতালুকে ভাঙন রুখতে কাউন্সিলরদের নিয়ে গোপন ক্লাস তৃণমূলে