মঙ্গলবার শপথ নেবেন নতুন রাজ্যপাল জগদীপ ধনকর
সূত্রের খবর, জগদীপ ধনকরের শপথগ্রহণে হাজির থাকবেন তাঁর পরিবারের ১২ জন সদস্য। তবে রাজভবনে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে থাকবেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসাবে আগামী মঙ্গলবার শপথ নেবেন জগদীপ ধনকর। বেলা ১১.৩০ মিনিটে রাজভবনে শপথ নেবেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পিবি রাধাকৃষ্ণণ। অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা।
সূত্রের খবর, জগদীপ ধনকরের শপথগ্রহণে হাজির থাকবেন তাঁর পরিবারের ১২ জন সদস্য। তবে রাজভবনে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে থাকবেন তিনি।
গত ২০ জুলাই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষণা করা হয় জগদীপ ধনকরের নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগদীপ ধনকর পেশায় আইনজীবী। ১৯৮৯ সালে জনতা দলের টিকিটে রাজস্থানের ঝুনঝুনু থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন তিনি। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন তিনি। পশ্চিমবঙ্গের ১৯তম পূর্ণ দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধনকর।
রাজনৈতিক দলগুলিকে ভোটে লড়ার খরচ জোগাক ভারত সরকার, মোদীকে চিঠি মমতার
জগদীপ ধনকরকে রাজ্যপাল হিসাবে স্বাগত জানিয়েছে তৃণমূল। আলোচনা না করে রাজ্যপাল নিয়োগ করা হয়েছে বলে প্রাথমিক প্রতিক্রিয়া দিলেও পরে তাঁকে স্বাগত জানিয়েছে শাসকদল।
পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ছিল অম্লমধুর। বেশ কয়েকটি ইস্যুতে তাঁর মন্তব্যে অস্বস্তি বাড়ে রাজ্য সরকারের।