জলপাইগুড়ি এলআইসি কর্মী খুন কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত

Updated By: Aug 26, 2017, 09:28 AM IST
জলপাইগুড়ি এলআইসি কর্মী খুন কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত

ওয়েব ডেস্ক: জলপাইগুড়ি LIC কর্মী খুন কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। রীতিমতো ফিল্মি কায়দায়, ফাঁদ পেতে ধরা হল অনির্বাণ রায়কে। টানা ছিয়াত্তর দিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে পুলিসের জালে ধরা পড়ল অভিযুক্ত। তাকে ধরতে এক মহিলা সোর্সকে দিয়ে প্রেমের অভিনয় করান জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। গত কুড়ি দিন ধরে মোবাইলে চলে প্রেমালাপ। শেষপর্যন্ত দেখা করার টোপ দিয়ে গতকাল সন্ধায় অনির্বাণকে হাওড়ার গোলাবাড়িতে আসতে বলা হয়।

আরও পড়ুন পুরুলিয়ায় ডাইনি অপবাদে গ্রামছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী

সেখানেই সাদা পোশাকে IC-র সঙ্গে লুকিয়ে ছিল পুলিসের স্পেশাল টিম। অনির্বাণ বাস থেকে নামতেই তাকে ধরে ফেলে পুলিস। গত উনত্রিশে জুন জলপাইগুড়ির কদমতলার ভাড়াবাড়িতে খুন হন উত্তম মোহন্ত। এরপর থেকে গা ঢাকা দেয় অনির্বাণ। এঘটনায় আগেই পুলিস গ্রেফতার করেছে উত্তম মোহন্তর স্ত্রী লিপিকাকে। বয়ানে অসঙ্গতি মেলায় পরে গ্রেফতার হয় মোহন্ত দম্পতির মেয়ে শ্বেতাও। লিপিকা মোহন্তর সঙ্গে অনির্বাণের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কয়েক বছর আগে দুজন পালিয়েও যায়। 

আরও পড়ুন  পচা মাছের গন্ধে জাতীয় সড়ক অবরোধ উত্তর দিনাজপুরের পানিশালায়

.