নজিরবিহীন ঘটনা দুর্গাপুরে! লালবাতি গাড়ি 'ছেড়ে' হেঁটে আদালতে পৌঁছলেন ১১ বিচারক

প্রতিদিন সরকারি গাড়িতেই আদালতে যান এগারোজন বিচারক।

Updated By: Jul 25, 2019, 04:07 PM IST
নজিরবিহীন ঘটনা দুর্গাপুরে! লালবাতি গাড়ি 'ছেড়ে' হেঁটে আদালতে পৌঁছলেন ১১ বিচারক

নিজস্ব প্রতিবেদন : বাহন আছে, সারথী নেই। অগত্যা পায়ে হেঁটেই আদালতে পৌঁছলেন বিচারকরা। বেনজির এই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর।

সিটি সেন্টারের বিচারক আবাসন থেকে দুর্গাপুর মহকুমা আদালতের দূরত্ব এক কিলোমিটার। প্রতিদিন সরকারি গাড়িতেই আদালতে যান এগারোজন বিচারক। তাঁদের জন্য বরাদ্দ রয়েছে তিনটি গাড়িও। কিন্তু বৃহস্পতিবার তাঁরা গেলেন পায়ে হেঁটে। কিন্তু কেন? শখ করে? না। চালকরা কাজে যোগ না দেওয়াতেই বিচারকদের হেঁটে আদালতে  যেতে হল।পুলিসি নিরাপত্তায় হেঁটে আদালতে পৌঁছন তাঁরা।

আরও পড়ুন, হঠাৎই বদলে গেল দিঘার সমুদ্রের জলের রং!

কিন্তু কেন হঠাত চালকদের এই কর্মবিরতি? চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাস মাইনে বকেয়া। আর সেই কারণেই প্রতিবাদে তাঁদের কর্মবিরতি। যেখানে বিচারকদের লালবাতি গাড়িতে চড়ে আদালতে আসাই রেওয়াজ, সেখানেই এই ঘটনা নজিরবিহীন। সমস্যা দ্রুত মিটিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

.