ফারুখ ও ওমর আবদুল্লার সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ন্যাশনাল কনফারেন্স নেতারা

ন্যশনাল কনফারেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার সকালে ফারুখ ও ওমরের সঙ্গে দেখা করতে জম্মু থেকে কাশ্মীর রওনা দেবেন দলীয় নেতাদের এক প্রতিনিধিদল।

Updated By: Oct 5, 2019, 07:50 PM IST
ফারুখ ও ওমর আবদুল্লার সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ন্যাশনাল কনফারেন্স নেতারা

নিজস্ব প্রতিবেদন: ন্যাশনাল কনফারেন্সের ২ নেতা ফারুখ ও ওমর আবদুল্লার সঙ্গে দলীয় নেতাদের সাক্ষাতের অনুমতি দিল জম্মু - কাশ্মীর প্রশাসন। ব্যক্তিগত সম্পর্কে পিতা-পুত্র এই ২ রাজনৈতিক নেতা গত ২ মাস গৃহবন্দি রয়েছেন। গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে সাংবিধানিক বিশেষাধিকার প্রত্যাহার করার পর থেকে গৃহবন্দি রয়েছেন তাঁরা। শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের তরফে জানানো হয়, গৃহবন্দি রাজনৈতিক নেতাদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে ভাবনাচিন্তা করছেন তারা। 

 

ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার সকালে ফারুখ ও ওমরের সঙ্গে দেখা করতে জম্মু থেকে কাশ্মীর রওনা দেবেন দলীয় নেতাদের এক প্রতিনিধিদল। প্রশাসনের তরফে সাক্ষাতের অনুমতি মিলেছে বলে জানিয়েছেন তাঁরা। 

বৃষ্টির ভ্রুকূটি উপেক্ষা করে প্যান্ডেলমুখী উত্সবমুখর বাঙালি!

গত ২ মাস ধরে পৃথক জায়গায় গৃহবন্দি রয়েছেন ওমর ও ফারুখ আবদুল্লা। শ্রীনগরে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন ফারুখ আবদুল্লা। ওদিকে সরকারি অতিথিনিবাস 'হরি নিবাস'-এ গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লা। 

.