চা বাগানে উদ্ধার হল তিনটে চিতাবাঘের ছানা
ছানাগুলি খুবই ছোট হওয়ায় তাদের মা-ছাড়া করতে চাননি বনদফতরের আধিকারিকরা। তাই তাদের নালার পাশেই রেখে দেন তাঁরা। শাবকগুলির মা তাদের এসে উদ্ধার করে নিয়ে যাবেন বলে অপেক্ষায় রয়েছে বনদফতর।
নিজস্ব প্রতিবেদন: চা বাগান থেকে উদ্ধার হল ফুটফুটে তিনটে চিতাবাঘের ছানা। রবিবার সকালে জলপাইগুড়ির মাল মহকুমার নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগানে একটি নালার পাশে তিনটি শাবককে দেখতে পান স্থানীয়রা। সদ্যোজাতদের দেখতে চা-বাগান চত্বরে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা।
ছানাগুলি খুবই ছোট হওয়ায় তাদের মা-ছাড়া করতে চাননি বনদফতরের আধিকারিকরা। তাই তাদের নালার পাশেই রেখে দেন তাঁরা। শাবকগুলির মা তাদের এসে উদ্ধার করে নিয়ে যাবেন বলে অপেক্ষায় রয়েছে বনদফতর।
ওদিকে ছানাগুলিকে উদ্ধার করে এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতার দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, এলাকায় শাবক থাকলে হিংস্র চিতাবাঘের হামলার মুখে পড়তে হতে পারে।
প্রকাশ্যে এল ব্রিটেনের খুদে রাজপুত্তুরের প্রথম ছবি
সাধারণত চা বাগানের জলসেচের নালার পাশে সিক্ত জায়গায় শাবক প্রসব করে চিতাবাঘ। চিতাবাঘের শাবকদের দেখতে হয় অবিকল বিড়াল ছানার মতো। ডাকেও তাদের ফারাক করা খুব মুশকিল। ওদিকে দিনের বেলা শাবকদের রেখে গভীর জঙ্গলে চলে যায় মা চিতাবাঘ। তখনই স্থানীয়দের চোখে পড়ে শাবকগুলি। তাছাড়া সন্তানদের নিরাপত্তার জন্য অতিরিক্ত হিংস্র হয়ে ওঠে মা চিতাবাঘটি।