WB Weather Update: দিনভর বিরক্তিকর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ; আবহাওয়ার বদল কবে, জানাল হাওয়া অফিস
WB Weather Update: কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ।
অয়ন ঘোষাল: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকাল থেকে চলছে ঝিরঝিরে বৃষ্টি। আকাশের মুখ ভার। এরকম পরিস্থিতি কাটবে কবে? ফসল তোলার মরশুমে এটাই এখন বড় প্রশ্ন। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের আগে এই অবস্থার বদল হচ্ছে না। শীতের আমেজ ফিরবে শনিবার থেকে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আশ্বাস, কয়েক ঘণ্টার মধ্যেই জলের ব্যবস্থা হল কানু সান্যালের গ্রামে
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদহ ও উত্তর দিনাজপুরে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। দিনভর পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। শুক্রবার থেকে আবহাওয়ার বদল হবে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি নামবে। অন্যদিকে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদহ এবং দিনাজপুরে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। পারদ নামতে পারে উইকেন্ডে।
এদিকে, ঘূর্ণিঝড় মিগজাউম নিম্নচাপের রূপ নিয়ে ছত্তীসগঢ় এলাকায় রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার। একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘুনাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)