22 February 2025, 13:45 PM
Traffic Update: শহরের যানজট কমানোর পাশাপাশি পণ্যবাহী ট্রাক দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে এবার গঙ্গার নিচে টানেল আনতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ। কলকাতা থেকে গঙ্গার নীচ দিয়ে হাওড়া পর্যন্ত মেট্রো যাত্রাও শুরু হয়ে গিয়েছে। এ বার কেন্দ্রীয় সরকারের লক্ষ্য গঙ্গার নীচ দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলের সুড়ঙ্গ তৈরি। শহরের যানজট কমাতে, সেতুর ওপর চাপ কমাতে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কলকাতার দক্ষিণ প্রান্তে মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার প্রস্তাবিত সুড়ঙ্গ মূলত ট্রাক যাতায়াতের জন্যই তৈরি হবে।
22 February 2025, 11:15 AM
২০২২ থেকে যাত্রাগাছি সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন নিউ টাউন যাত্রাগাছির বাসিন্দা দিপালী মন্ডল। স্বামী তরণী মন্ডলকে(প্রতিবন্ধী) ব্যাংকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলার কাছ থেকে ধাপে ধাপে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চায় অভিযোগকারীণী। এরপরই যাত্রাগাছি ওই মহিলার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সৌরভ কুমারের বিরুদ্ধে। এই ঘটনার পর নিউটাউন থানার দ্বারস্থ হয় পরিচারিকা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নিউ টাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চার চাকা গাড়ি। গাড়িতে লেখা আছে Government of india ।
22 February 2025, 11:15 AM
চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদে বাড়ল ভুতুড়ে ভোটার ৷ প্রায় সাড়ে হাজার বাড়ল ভোটার ৷ লোকসভা ভোটের নিরিখে এই ভোটার বেড়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় শুরু শাসক ও বিরোধী তরজা ৷ ঘটনায় বিজেপির দিকে ষড়যন্ত্রের আঙুল তৄণমুল কংগ্রেসের ৷ অন্যদিকে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে ৷
22 February 2025, 08:45 AM
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "লক্ষীর ভান্ডার" সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০০০ মানুষ। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানও এই অভিযোগে সোচ্চার হয়ে প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছেন। অভিযোগ, ব্যাঙ্কের KYC (নো ইউর কাস্টমার) সংক্রান্ত জটিলতার কারণে এই এলাকার মানুষরা মাসের পর মাস ধরে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ ৮ মাস, আবার কেউ ১৮ মাস ধরে এই সমস্যায় ভুগছেন। বারবার KYC আপডেট করিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
22 February 2025, 08:45 AM
জলপাইগুড়ি জেলার বিভিন্ন হিমঘরগুলোতে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে আলু সংরক্ষণের জন্য বন্ড দেওয়ার কাজ শুরু হবে। এরই মধ্যে হিমঘর মালিকদের নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন। মূলত আলু রাখার বন্ড বিতরণের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার বিষয় নিয়ে বিশেষ এই বৈঠকের আয়োজন করা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির আটটি হিমঘরের মালিক কর্তৃপক্ষ। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলুর বন্ড বন্ঠন করতে গিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় এজন্য হিমঘর মালিকদের কিছু পরামর্শ দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
22 February 2025, 08:15 AM
অকাল বৃষ্টিতে মাথায় হাত ভাঙড়ের আম চাষীদের। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের কাশিপুর এলাকা আম চাষের জন্য বিখ্যাত। প্রতিবছর কয়েকশো পরিবার সিজেনে আম চাষ করে সংসার চালায়। প্রতি বছর আম দেশের একাধিক রাজ্যের পাশাপশি বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতন একাধিক দেশে পাঠায় এই কাশীপুরের চাষীরা। কিন্তু এবার চিন্তার ভাঁজ আম চাষীদের কপালে। অকালবৃষ্টিতে ব্যাপক আম চাষে ক্ষতির আশঙ্কা করছে তারা। কারণ হিসেবে জানাচ্ছে এই সময়েই সব গাছেই আমের মুকুল ভর্তি হয়ে আছে। আর এই বৃষ্টির ফলে সমস্ত মুকুল ঝরে পড়বে। মুকুল থেকে আম গুটি বাধার আগে এই বৃষ্টিতে সমস্ত মুকুল ঝরে পড়বে। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমবাগান কিনে এই সিজনে ব্যবসা করে আম চাষীরা। কিন্তু এই বৃষ্টির ফলে কার্যত মাথায় হাত তাদের।