জনতা-পুলিস সংঘর্ষে ধুন্ধুমার সবংয়ের বীরকোটা গ্রাম

জনতা-পুলিস সংঘর্ষে ধুন্ধুমার সবংয়ের বীরকোটা গ্রাম। ছেলেধরা সন্দেহে দুজনকে আটক করে গ্রামবাসীরা। তাদের উদ্ধার করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিস। পুলিসের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনতা। পুলিসকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। মারমুখী জনতাকে আটকাতে লাঠিচার্জ করে পুলিস। ঘটনাস্থলে পৌছলে হেনস্থার শিকার হন সবং থানার OC. ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা।

Updated By: Jun 28, 2017, 09:12 PM IST
জনতা-পুলিস সংঘর্ষে ধুন্ধুমার সবংয়ের বীরকোটা গ্রাম

ওয়েব ডেস্ক : জনতা-পুলিস সংঘর্ষে ধুন্ধুমার সবংয়ের বীরকোটা গ্রাম। ছেলেধরা সন্দেহে দুজনকে আটক করে গ্রামবাসীরা। তাদের উদ্ধার করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিস। পুলিসের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনতা। পুলিসকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। মারমুখী জনতাকে আটকাতে লাঠিচার্জ করে পুলিস। ঘটনাস্থলে পৌছলে হেনস্থার শিকার হন সবং থানার OC. ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা।

আরও পড়ুন, বন্ধ হয়ে যাচ্ছে বিবাদী বাগ বাস স্ট্যান্ড, চলবে না লালদিঘির ধারে ট্রামও

.