বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গ্রেফতার ৯ শাসক নেতা

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় শাসক নেতা সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। এদিকে, নেবুখালির ঘটনার পরই নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে আজই বিবদমান দুইগোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সুব্রত বক্সির বাড়িতে এই বৈঠক হবে। বিধায়ক শওকত মোল্লা ও তাঁর অনুগামী আমানুল্লা লস্কর, বিধায়ক জয়ন্ত নস্কর ও তাঁর অনুগামী আবদুল মান্নান ওরফে মন্টু গাজিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শোভন চট্টোপাধ্যায়ও।

Updated By: Jun 28, 2017, 12:12 PM IST
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গ্রেফতার ৯ শাসক নেতা

ওয়েব ডেস্ক: বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় শাসক নেতা সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। এদিকে, নেবুখালির ঘটনার পরই নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে আজই বিবদমান দুইগোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সুব্রত বক্সির বাড়িতে এই বৈঠক হবে। বিধায়ক শওকত মোল্লা ও তাঁর অনুগামী আমানুল্লা লস্কর, বিধায়ক জয়ন্ত নস্কর ও তাঁর অনুগামী আবদুল মান্নান ওরফে মন্টু গাজিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শোভন চট্টোপাধ্যায়ও।

প্রসঙ্গত, গতকাল তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। বোমা-গুলি নিয়ে সকাল থেকে শুরু হয় তাণ্ডব। চলে বাড়িঘর ভাঙচুর। শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হয় দুপক্ষের প্রায় দশজন। এক পক্ষ ব্লক যুব তৃণমূল সভাপতি আমানুল্লা লস্করের অনুগামী।  অন্যপক্ষ বাসন্তীর তৃণমূল ব্লক সভাপতি আব্দুল মান্নান ওরফে মন্টু গাজির সমর্থক। দুপক্ষে ধুন্ধুমারে চলে বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব-ভাঙচুর-হুমকি। প্রায় পুরুষশূন্য গ্রাম আতঙ্কে সিঁটিয়ে যায়। (আরও পড়ুন- অমানবিক ঘটনা: নারী পাচারকারী সন্দেহে ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুন)

 

.