প্রার্থীদের বায়োডাটা, হাওড়া: নারদা মামলা কি ভোগাবে প্রসূনকে!

কোনও কোনও মহল মনে করছে সিপিএমও এখানে ভালো লড়াই দেবে

Updated By: May 4, 2019, 12:37 PM IST
প্রার্থীদের বায়োডাটা, হাওড়া:  নারদা মামলা কি ভোগাবে প্রসূনকে!

নিজস্ব প্রতিবেদন: এবার হাওড়ায় জোর লড়াই। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে এই আসনে দ্বিমুখী লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কোনও কোনও মহল মনে করছে সিপিএমও এখানে ভালো লড়াই দেবে।

আরও পড়ুন-উপড়াল গাছ, উড়ল বাড়ি, ফণি সরতেই রোদ উঠল দিঘায়

প্রসূন বন্দ্যোপাধ্যায়,  তৃণমূল কংগ্রেস

বয়স-৬৪

ঠিকানা-কেস্টপুর, বাগুইআটি, উত্তর ২৪ পরগনা

আয়- ১২,৪১,০৫০ টাকা(২০১৭-১৮), স্ত্রী- নেই

মামলা-১টি

হাতে নগদ-৯,৫০০ টাকা

অস্থাবর সম্পত্তি- ৮৩,১২,৫৬৬ টাকা

স্থাবর সম্পত্তি- ২২,০০০০০ টাকা

ঋণ-নেই

শিক্ষা-বিএসসি

পেশা-সমাজসেবা

 

রন্তিদেব সেনগুপ্ত, বিজেপি

বয়স- ৬০

ঠিকানা-মানিকতলা, কলকাতা

আয়- ২,৪৯,৯৬০ টাকা(২০১৭-১৮)

স্ত্রীর আয়-নেই

মামলা-নেই

হাতে নগদ- ৪,০০০ টাকা, স্ত্রী-৫,০০০ টাকা

অস্থাবর সম্পত্তি- ৮,২৮,০০০ টাকা, স্ত্রী-৭,৭৬,৮৯০ টাকা

স্থাবর সম্পত্তি-১৭,৬৫,০০০ টাকা

ঋণ-নেই

স্ত্রী-নেই

শিক্ষা-এমএ

পেশা-অবসরপ্রাপ্ত

আরও পড়ুন-ফণির দাপটে মৃতের সংখ্যা বেড়ে ৯, সোমবার ওড়িশা যাচ্ছেন মোদী

 

সৌমিত্র অধিকারী, সিপিএম

বয়স-৪৪

ঠিকানা-বাকসারা, হাওড়া

আয়-রেকর্ড নেই

স্ত্রীর আয়-রেকর্ড নেই

মামলা-নেই

হাতে নগদ-৫,০০০টাকা, স্ত্রী-২,০০০টাকা

অস্থাবর সম্পত্তি-১৭,৫৮,৫৮৮ টাকা, স্ত্রীর-১,৮৭,৩১২ টাকা

স্থাবর সম্পত্তি- নেই, স্ত্রী-নেই

ঋণ-নেই

শিক্ষা-এলএলবি

পেশা-পার্টি কর্মী, স্ত্রী-গ্রুপ ডি কর্মী(অস্থায়ী)

 

শুভ্রা ঘোষ, কংগ্রেস

বয়স-৬১

ঠিকানা-সার্দান অ্যাভিনিউ, কলকাতা

আয়- ১৫,০০,০০০(২০১৮-১৯)

স্বামী- ১২,৩০,২৪০ টাকা(২০১৬-১৭)

মামলা-নেই

হাতে নগদ-২১৪৩ টাকা, স্বামী-৪০০০ টাকা

অস্থাবর সম্পত্তি-২৭,০০,০০০ টাকা, স্বামী-১৯,০০,০০০ টাকা

স্থাবর সম্পত্তি-২৭,০০,০০০, স্বামী-২০,০০,০০০ টাকা

ঋণ-৫,১৩,৪২৫ টাকা, স্ত্রীর-নেই

আয়-মাসে ১০,০০০ টাকা, স্বামী-৩০,০০০ টাকা

শিক্ষা-বিএ

পেশা-সমাজসেবা, ব্যবসা

.