''ভয়ে থাপ্পড়ের গালি দিচ্ছেন দিদি, অভিধানের সব গালি হজমের ক্ষমতা আছে'', বাঁকুড়ায় মোদী
''নিজের কুর্সি ছাড়া কিছুই বোঝেন না দিদি। দিদি বুঝেছেন পায়ের তলার মাটি সরছে।''
![''ভয়ে থাপ্পড়ের গালি দিচ্ছেন দিদি, অভিধানের সব গালি হজমের ক্ষমতা আছে'', বাঁকুড়ায় মোদী ''ভয়ে থাপ্পড়ের গালি দিচ্ছেন দিদি, অভিধানের সব গালি হজমের ক্ষমতা আছে'', বাঁকুড়ায় মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191670-173250-nmdi-5-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ''অহঙ্কারে দিদি আমার ফোন ধরেননি। এই অহঙ্কারই দিদির পতনের কারণ হবে।'' বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যারকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কটাক্ষ, ''আমাকে থাপ্পড়ের গালি দিয়েছেন দিদি। অভিধানের সব গালি হজম করার ক্ষমতা রয়েছে আমার। অসহায় হয়ে থাপ্পড় মারার কথা বলেছেন।''
প্রসঙ্গত, গত ৭মে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, ''যখন মোদী বাংলায় এসে বলেন, মমতাদিদি তোলাবাজ। তখন মনে হয়, দিই একটা ঠাসিয়ে গণতন্ত্র্রের থাপ্পড়।'' এদিনের সভা থেকে তারই জবাব দিলেন মোদী।
তিনি বলেন, ''নিজের কুর্সি ছাড়া কিছুই বোঝেন না দিদি। দিদি বুঝেছেন পায়ের তলার মাটি সরছে।''
মোদী এদিন বাংলার মানুষকে আশ্বস্ত করেন, ২০২২ সালে বাংলার সব দরিদ্রকে ঘর দেওয়া হবে। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ''দেশের প্রধানমন্ত্রীকে মানতে রাজি নন দিদি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে চান। দিদি যতই রাগ দেখান, বিজেপি বিরোধিতা করবে।''
বীরভূমের মাটিতেই রবীন্দ্রনাথের জন্ম! শাহর ভাষণবাজিকে কটাক্ষ তৃণমূলের
বাংলার সিন্ডিকেট-রাজ প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, ''কেন্দ্রের টাকা লুঠ করে তৃণমূলের সিন্ডিকেট চলছে। ভাইপো আর তোলাবাজদের দিকে নজর দিদির। কয়লা খাদানেও তৃণমূল রাজ চলছে।জগাই মাধাইয়ের সরকার চলছে বাংলায়।'' রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে বাংলায় শান্তির কামনা করে বক্তব্য শেষ করেন মোদী।