'মাটি সৃষ্টি পৃথিবীকে আর একবার পথ দেখাবে', বললেন মমতা
করোনা-আপডেট নিয়েই শুরু হল ঝাড়গ্রাম প্রশাসনিক বৈঠক। তারপর যথারীতি জেলার বিভিন্ন প্রশাসনিক তথ্য সংগ্রহ করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
!['মাটি সৃষ্টি পৃথিবীকে আর একবার পথ দেখাবে', বললেন মমতা 'মাটি সৃষ্টি পৃথিবীকে আর একবার পথ দেখাবে', বললেন মমতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/07/279414-mamat.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা-আপডেট নিয়েই শুরু হল ঝাড়গ্রাম প্রশাসনিক বৈঠক। তারপর যথারীতি জেলার বিভিন্ন প্রশাসনিক তথ্য সংগ্রহ করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই প্রসঙ্গক্রমে 'মাটি সৃষ্টি' প্রকল্প নিয়েও কথা হয়। এই সব জেলায় যত অনুর্বর জমি রয়েছে সেগুলিকে যাতে পুনর্ব্যববহার করা যায় সেই বিষয়েই এই প্রকল্পটির ভাবনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই স্কিমটি আর একবার পৃথিবীকে পথ দেখাবে।
আরও পড়ুন: লরি থেকে করোনা ছড়াল ঝাড়গ্রামে, অনুমান মুখ্যমন্ত্রীর