MAKAUT: টুকলি করতে গিয়ে ধরা পড়েন সায়নী, তারপরই...! MAKAUT-কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
MAKAUT Student Death: সোমবার ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ঝাঁপ দেন এক ছাত্রী। তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য...
![MAKAUT: টুকলি করতে গিয়ে ধরা পড়েন সায়নী, তারপরই...! MAKAUT-কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য MAKAUT: টুকলি করতে গিয়ে ধরা পড়েন সায়নী, তারপরই...! MAKAUT-কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520774-makaut.png)
বিশ্বজিত্ মিত্র: সোমবার ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ঝাঁপ দেন এক ছাত্রী। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। ঘটনার তদন্তে জানা গিয়েছে, গতকাল পরীক্ষা চলাকালীন টুকলি করতে গিয়ে ধরা পড়েন ওই ছাত্রী। তখন যিনি গার্ড দিচ্ছিলেন তিনি কিছুক্ষণের জন্য তার খাতা আটকে রাখেন। পরবর্তীকালে দিয়েও দেন।
সেই মুহূর্ত থেকে মানসিক অবসাদে ভুগছিল সায়নী। এরপর বেশ কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। ইতোমধ্যেই মেয়েটির মা তাঁকে খুঁজতে ক্যাম্পাসেও আসে। এরপর মেয়েটির চশমা এবং ব্যাগ পড়ে থাকতে দেখে অ্যাকাডেমিক বিল্ডিং-এর পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
সায়নী সেন প্রথম বর্ষের এম.টেক (VLSI) ছাত্রী। বাড়ি দুর্গাপুর, এখানে মায়ের সঙ্গে থেকেই পড়াশোনা করতেন। সূত্রের খবর, ছাত্ররা বলেন গতকাল সায়নীর পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার পর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর মা-বাবার পরে জানাজানি হতে কলেজ ছাত্র ছাত্রীরা আনুমানিক রাত সাতটার সময় খোঁজাখুঁজি শুরু করে। প্রশাসনিক ভবনের ওপরে গিয়ে দেখেন তাঁর ব্যাগ এবং চশমা পড়ে রয়েছে। তারপরই সন্দেহ হওয়ায় প্রশাসনিক ভবনের নিচে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সায়নী।
আরও পড়ুন:Train Accident: ভয়ংকর! রেল বগিকে সজোরে ধাক্কা ইঞ্জিনের, গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রী...
তৎক্ষণাৎ তাঁকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের অভিযোগ, যখন সায়নীকে উদ্ধার করা হয় তখন সে জীবিত ছিল কিন্তু কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স থাকলেও ছিল না চালক। যার জন্যই তার প্রাণ গিয়েছে এমনটাও দাবি ছাত্র-ছাত্রীদের। ঘটনার পর যথেষ্ট থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর , ঘটনা তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিস। ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষাও।
এর আগে, ম্যাকাউটে ক্লাসরুমেই প্রথম বর্ষের এক ছাত্রীকে 'বিয়ে' করেছিলেন খোদ বিভাগীয় প্রধান! ভাইরাল ভিডিয়োতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, পান পাতা নিয়ে শুভদৃষ্টি হচ্ছে শিক্ষিকা-ছাত্রের। পাশে দাঁড়িয়ে রয়েছেন সকলেই। যেন একদম একটা বিয়ে বাড়ি। দুজনের গলাতেই বিয়ের মালা। শিক্ষিকা পরেছেন বেনারসি শাড়ি এবং ছাত্র পাত্র পরেছেন সবুজ রঙের হুডি। সাধারণ পোশাক পরে রয়েছেন দুজনেই। এমনকী, বাদ যায়ন সিঁদুরদানও! বিতর্কের মুখে শেষপর্যন্ত ইস্তফা দেন ওই অধ্যাপিকা।