Malbazar: প্রেমিকার সঙ্গে ঘোরার পর-ই নিখোঁজ! ৪ দিন পর কিশোরকে পাওয়া গেল 'ভয়ংকর' অবস্থায়...

গত ৭ তারিখ  মানুয়েল খেরিয়া মালবাজার গিয়েছিল। ৭ ফেব্রুয়ারি মানুয়েল তার প্রেমিকাকে নিয়ে মালবাজারে ঘুরতে যায়।

Updated By: Feb 11, 2025, 06:32 PM IST
Malbazar: প্রেমিকার সঙ্গে ঘোরার পর-ই নিখোঁজ! ৪ দিন পর কিশোরকে পাওয়া গেল 'ভয়ংকর' অবস্থায়...
ছবি সৌজন্যে AI

অরূপ বসাক: চার দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার দুপুরে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের খরিয়া বন্দর সংলগ্ন এলাকা থেকে এক কিশোরের পচাগলা দেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিস। এই ঘটনায় চালসা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মৃত কিশোরের নাম মানুয়েল খেরিয়া (১৬)। মৃত কিশোরের বাড়ি মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়ার জয়ন্তি ভিলেজ এলাকায়। জানা গত ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয় এই কিশোর। মেটেলি থানায় অভিযোগ করে কিশোরের পরিবার। 

মঙ্গলবার দুপুরে খরিয়া বন্দর সংলগ্ন এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ পচা গন্ধ পায়। এরপর তারা-ই দেখে এক কিশোরের মৃতদেহ পড়ে রয়েছে। মেটেলি থানায় খবর দিলে পুলিস এসে মৃতদেহ শনাক্ত করে। ঘটনাস্থলে আসে মেটেলি থানার আইসি মিংমা লেপচা, এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবেবুল হাসান, জেলা পরিষদের সদস্য রেজাউল বারিক ও গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত রায়ও।  

মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানোর চেষ্টা করছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃতের দাদা  মিনু খেরিয়া বলেন, গত ৭ তারিখ  মানুয়েল খেরিয়া মালবাজার গিয়েছিল। তারপর রাত হলেও আর বাড়ি ফেরেনি। এরপর ৮ তারিখ মেটেলি থানায় নিখোঁজ ডায়েরি করি। তাদের দাবি, মানুয়েলকে খুন করা করা হয়েছে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। মালবাজার থানার আইসি রোশন প্রদীপ দেশমুখ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি মানুয়েল তার প্রেমিকাকে নিয়ে মালবাজারে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে প্রেমিকাকে বাড়ি পৌঁছে দেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোর। মঙ্গলবার দিন দুপুরে এলাকার বাসিন্দারা  জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওই কিশোরের মৃতদেহ দেখতে পায়। 

আরও পড়ুন, Madhyamik 2025: পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেই আসে ফোন! ঘরে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Tags:
.