Bhatpara shootout: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি! ফের শ্যুটআউট ভাটপাড়ায়
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম বিকাশ বেহরা। বাড়ি, ভাটপাড়া পুরসভার ৫ ওয়ার্ডে কাঁকিনাড়া বাজার এলাকায়। কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক বিকাশ। একই জুটমিলে কাজ করতেন তাঁর বাবাও।
![Bhatpara shootout: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি! ফের শ্যুটআউট ভাটপাড়ায় Bhatpara shootout: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি! ফের শ্যুটআউট ভাটপাড়ায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/28/434790-abhat.png)
বরুণ সেনগুপ্ত: ফের শ্যুটআউট ভাটপাড়ায়। বাড়ি থেকে তুলে নিয়ে এবার যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা! আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক ভর্তি হাসপাতালে।
আরও পড়ুন: Duttapukur Blast: কর্তব্যে গাফিলতি, দত্তপুকুরকাণ্ডে সাসপেন্ড ওসি, নজরে আইসি-ও!
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম বিকাশ বেহরা। বাড়ি, ভাটপাড়া পুরসভার ৫ ওয়ার্ডে কাঁকিনাড়া বাজার এলাকায়। কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক বিকাশ। একই জুটমিলে কাজ করতেন তাঁর বাবাও।
পরিবারের লোকেদের অভিযোগ, ঘড়িতে তখন সাড়ে ৩টে। এদিন বিকেলে বাড়ি থেকে বিকাশকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ফকিরপাড়ায় তাঁকে লক্ষ্য গুলি চালানো হয়। এমনকী, বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথাও ফাটিয়ে দেয় হামলাকারীরা! দু'পায়েই গুলি লেগেছে বিকাশের। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে ভর্তি করা হয় ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় নার্সিংহোমে।
আরও পড়ুন: Duttapukur Blast Suvendu Adhikari: 'পুলিস এখান থেকে মালকড়ি তুলত', দত্তপুকুরে বিস্ফোরণস্থলে শুভেন্দু
কেন এই হামলা? পরিবারের লোকেদের অনুমান, পুরনো শক্রতার জেরে সম্ভবত ছেলেকে তুলে নিয়ে খুনের চেষ্টা করেছে দুষ্কৃতীরা। প্রাণ বেঁচে গিয়েছে বরাতজোরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।