মুর্শিদাবাদে শুটআউট, গুলিতে জখম স্কুলছাত্র-সহ ২
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গ্রামেরই একটি জেরক্সের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দা ইনতাজুল শেখ এবং নবম শ্রেণির ছাত্র সুরজ শেখ।
![মুর্শিদাবাদে শুটআউট, গুলিতে জখম স্কুলছাত্র-সহ ২ মুর্শিদাবাদে শুটআউট, গুলিতে জখম স্কুলছাত্র-সহ ২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/02/226611-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদের খড়গ্রামে শুটআউট। রতনপুরে এক স্কুলছাত্র-সহ গুলিবিদ্ধ দুইজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গ্রামেরই একটি জেরক্সের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দা ইনতাজুল শেখ এবং নবম শ্রেণির ছাত্র সুরজ শেখ। সেই সময় নাজিমুল শেখ নামে এক দুষ্কৃতী দোকান লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় দুজনেই হাসপাতালে ভর্তি। ঠিক কী কারণে গুলি চলল, তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। পুলিস সূত্রের খবর, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। থমথমে এলাকা। পাশাপাশি এলাকায় বসেছে পুলিস পিকেট।
আরও পড়ুন: রেললাইনে বসে আড্ডা, পূর্ব মেদিনীপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই স্কুলছাত্রের