বাম-বিজেপিকে সুপ্রিম নির্দেশ: হাইকোর্টে যান
পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দিন বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত মামলায় বাম-বিজেপিকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দিন বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট এদিন আরও জানায়, বিজ্ঞপ্তি প্রত্যাহার-সহ সমস্ত অভিযোগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। বাম-বিজেপিকে আগামী কাল অর্থাত্ বৃহস্পতিবারই হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। অন্যদিকে, কলকাতা হাইকোর্টকেও যাতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় তা সুনিশ্চিত করতেও সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- আদালতে তথ্য গোপন করেছে বিজেপি, হাইকোর্টে পাল্টা তৃণমূল
সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়, মঙ্গলবারও মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মঙ্গলবার সকালে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হয়, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল। পঞ্চায়েতে মনোনয়ন বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হয় জটিলতা।
কমিশনের ভোলবদলের ফলে মঙ্গলবারই হাইকোর্টে মামলা করে বিজেপি। শুনানির পর নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার।
যদিও এক্ষেত্রে হাইকোর্ট নির্বাচন কমিশনের কোর্টেই বল ঠেলে দিয়েছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এহেন পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তার পথ খুঁজে বার করতে হবে নির্বাচন কমিশনকেই।
একই ইস্যুতে সুপ্রিম কোর্টেও মামলা করে বিজেপি। বুধবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দিন বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই।