ক্যানিং নিয়ে ভাঙলেও মচকাতে রাজি নন পার্থ

সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ক্যানিংয়ে কী হয়েছে তা সাংগঠনিক স্তরে তদন্ত চলছে। সংঘর্ষ পরিকল্পিত কি না তাও দেখা হচ্ছে। কর্মীদের বলেছি কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। তবে ওখানে RSS-বিজেপি-র উসকানি থাকতে পারে। 

Updated By: Oct 1, 2018, 06:35 PM IST
ক্যানিং নিয়ে ভাঙলেও মচকাতে রাজি নন পার্থ

নিজস্ব প্রতিবেদন: ক্যানিং নিয়ে দলীয় গোষ্ঠীদ্বন্দের তত্ত্বে স্বীকৃতি দিলেও RSS-কেই কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি জানান, রবিবার ঘটনার জেরে ক্যানিংয়ের যুব তৃণমূল ব্লক সভাপতি পরেশ দাসকে সরিয়ে দিয়েছে ব্লক। 

রবিবার বিকেলে ক্যানিংয়ের গোলাবাড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে গুলি চলে। ঘটনায় মৃত্যু হয় ১ তৃণমূল সমর্থকের। আহত আরও ৩ জন। সেই ঘটনায় সোমবার পদ থেকে সরিয়ে দেওয়া হয় ব্লক যুব তৃণমূল সভাপতি পরেশ দাসকে। 

সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ক্যানিংয়ে কী হয়েছে তা সাংগঠনিক স্তরে তদন্ত চলছে। সংঘর্ষ পরিকল্পিত কি না তাও দেখা হচ্ছে। কর্মীদের বলেছি কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। তবে ওখানে RSS-বিজেপি-র উসকানি থাকতে পারে। 

আজও থমথমে ক্যানিং, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৫

ক্যানিং কাণ্ডে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। রোজই রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে আসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর। সংঘর্ষে প্রাণহানিও বিরল নয়। ক্যানিংয়ে কড়া পদক্ষেপ করে কি কর্মীদের বার্তা দিল তৃণমূল? বলছে তৃণমূল নেতৃত্ব।  

.