শিশু পাচার হচ্ছে গাড়িতে, কেবল গুজবেই যাত্রীবাহী গাড়িতে আগুন, পুরুলিয়ায় আক্রান্ত পুলিসও
শুক্রবার সকালে আনারায় ছেলেধরা সন্দেহে কয়েকজনকে আটকে রেখে মারধর করতে থাকেন গ্রামবাসীরা।
![শিশু পাচার হচ্ছে গাড়িতে, কেবল গুজবেই যাত্রীবাহী গাড়িতে আগুন, পুরুলিয়ায় আক্রান্ত পুলিসও শিশু পাচার হচ্ছে গাড়িতে, কেবল গুজবেই যাত্রীবাহী গাড়িতে আগুন, পুরুলিয়ায় আক্রান্ত পুলিসও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/27/210929-prl.png)
নিজস্ব প্রতিবেদন: ছেলেধরা সন্দেহে গণপিটুনি বা হিংসার ঘটনা সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিকজায়গায় ঘটছে। এবার কেবল গুজবেই ধুন্ধুমারকাণ্ড ঘটে গেল পুরুলিয়ার আনারায়। আক্রান্তদের উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন পুলিস আধিকারিকই।
শুক্রবার সকালে আনারায় ছেলেধরা সন্দেহে রামপুরের কয়েকজন বাসিন্দাকে আটকে রেখে মারধর করতে থাকেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। আক্রান্তদের উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন পুলিসকর্মীরা। তাঁদের লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি। ওসি-সহ বেশ কয়েকজন পুলিসকর্মী আহত হন। গ্রামবাসীদেরও বেশ কয়েকজন আহন হন।
নানুরে বিজেপি কর্মী খুনে পুলিসের বিরুদ্ধে বিক্ষোভ, আগাম জামিন মঞ্জুর সৌমিত্র খাঁ-র
ঘটনার সূত্রপাত সন্দেহভাজন একটি গাড়িকে নিয়ে। গ্রামে রটে যায়, ওই গাড়িতেই ছেলে চুরি করে পাচার করা হচ্ছে। কেবল সন্দেহের বশেই ওই গাড়ি আটকে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। যদিও কোনওক্রমেও ওইগাড়িতে থাকা তিন জন প্রাণে বেঁচে যান। গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। পরে তাঁদের ওপর শুরু হয় অত্যাচার। গ্রামবাসীরা তাঁদের মারধর করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। এরপর পুলিসকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১০জনকে গ্রেফতার করেছে পুলিস। ছেলেধরা গুজব কে বা কারা রটাল, তা খতিয়ে দেখছে প্রশাসন।