Serampore: পুলিস ফাঁড়িতে উদ্ধার কনস্টেবলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য শ্রীরামপুরে
২০২০ সালে শ্রীরামপুর থানার পিয়ারাপুর ফাঁড়িতে কাজে যোগ দেন বিশ্বপ্রিয়
![Serampore: পুলিস ফাঁড়িতে উদ্ধার কনস্টেবলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য শ্রীরামপুরে Serampore: পুলিস ফাঁড়িতে উদ্ধার কনস্টেবলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য শ্রীরামপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/15/375622-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: পুলিস কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্রীরামপুরের পুলিস মহলে।
শনিবার শ্রীরামপুরের পিয়ারাপুর পুলিস ফাঁড়ির ব্যারাকে এক পুলিস কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত কনস্টেবলের নাম বিশ্বপ্রিয় কুন্ডু(৪৭)। বাড়ি হাও়ড়ার আন্দুলে।
২০২০ সালে শ্রীরামপুর থানার পিয়ারাপুর ফাঁড়িতে কাজে যোগ দেন বিশ্বপ্রিয়। তার আগে ছিলেন চন্দননগর পুলিস কমিশনারেটের অধীনে উত্তরপাড়া থানায়।
ঘটনার খবর পেয়ে ফাঁড়িতে এসে হাজির হন ডিডি এসিপি-সহ চন্দননগর পুলিসের পদস্থ কর্তারা। প্রথামিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই কনস্টবল। তবে মৃতদেহ ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন-নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুকবাজের নির্বিচার গুলি, নিহত কমপক্ষে ১০