kartik puja 2024: কার্তিক পুজোয় ভাইরাল নাচে সেনসেশন কাটোয়ার এই পুলিসকর্তা!
kartik puja 2024: ভাইরাল ভিডিয়োতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি কাটোয়ার ট্রাফিক ওসি। নাম, স্নেহাশিষ চৌধুরী। সাইবার বিশেষজ্ঞ হিসেবে নামডাক আছে। জেলা পুলিসে সাইবার সেলে ওসি পদে কাজ করেছেন স্নেহাশিষ। সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক করতে ক্লাস নিয়েছেন বিভিন্ন সেমিনারে। ছিলেন সিআইডিতেও।
সন্দীপ ঘোষ চৌধুরী ও পার্থ চৌধুরী: ডিউটি শেষ। উর্দি নয়, পরনে তখন সাধারণ পোশাক। কার্তিক পুজোর অনুষ্ঠানে জমিয়ে নাচছেন পুলিসকর্তা! সেই নাচের তালে পা মেলাচ্ছেন আরও অনেকে। হাততালিও দিচ্ছেন কেউ কেউ। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে।
আরও পড়ুন: Jaynagarer Moa: শীত আসেনি, তাই মিলছে না নলেন গুড়! কনকচূড়ের খই-ই বা কই? এবারে কি মোয়ার দাম বাড়বে?
জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি কাটোয়ার ট্রাফিক ওসি। নাম, স্নেহাশিষ চৌধুরী। সাইবার বিশেষজ্ঞ হিসেবে নামডাক আছে। জেলা পুলিসে সাইবার সেলে ওসি পদে কাজ করেছেন স্নেহাশিষ। সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক করতে ক্লাস নিয়েছেন বিভিন্ন সেমিনারে। ছিলেন সিআইডিতেও।
কাটোয়া শহরের কার্তিক পুজো বিখ্যাত। মঙ্গলবার রাতে স্ত্রীকে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন স্নেহাশিস। স্টেশনবাজার এলাকায় একটি পুজোমণ্ডপে যথন পৌঁছন, তখন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে নাচতে দেখা যায় ওই পুলিসকর্তাকেও। জানান,.ডিউটি শেষ করে রাতে স্ত্রী ও স্ত্রীর বান্ধবীদের সঙ্গে ওই পুজো মণ্ডপে দিয়েছিলেন। তাঁদের অনুরোধেই নেচেছেন।
এদিকে পুলিসকর্তার নাচের সেই ভিজিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় মানুষেরা জানিয়েছেন, ট্রাফিক ওসি হিসেবে যথেষ্ট কড়া স্নেহাশিষ। তাঁকে এভাবে নাচতে দেখে হতবাক অনেকেই। জানা গিয়েছে, নাচ বা গান শেখেননি কখনও। তবে বিখ্য়াত নাট্যদল নান্দীকারে নাটক করতেন তিনি।
আগে কাটোয়া থানাতেই কর্মরত ছিলেন স্নেহাশিষ। পরে বদলে হয়ে যান। মাস চারেক আগে ট্রাফিক ওসি হিসেবে ফের এসেছেন কাটোয়ায়। এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, 'কোনও পুলিস আধিকারিক অবসর সময়ে পরিবারের সঙ্গে সামাজিক অনুষ্ঠান অংশ নিতেই পারেন। অন্যায় কিছু নেই। তাছাড়া ওমি সিভিল ড্রেসে ছিলেন'।
আরও পড়ুন: Darjeeling: ঠান্ডায় কাঁপছে দার্জিলিং! মরশুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে, আনন্দে পর্যটকেরা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)