Bainchi: কর্মীদের গাফিলতিতে গায়েব ১৮ লাখ! ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের
গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজারের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে
নিজস্ব প্রতিবেদন: স্বনির্ভর গোষ্ঠীর টাকা তুলে নেওয়ার অভিযোগে ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ দেখালেন দুশোর বেশি মহিলা। অভিযোগের তির ওই স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীর দিকে। হুগলির হরাল দাসপুর গ্রামপঞ্চাতের হাতনি কোলেপুকুর গ্রামের ঘটনা।
আরও পড়ুন-Canning: বাঁচাতে হবে সুন্দরবন, মাতলার চরে ২ লাখ ম্যানগ্রোভ বীজ রোপণে এগিয়ে এলেন মহিলারা
কোলেপুকুর গ্রামে একটি স্বনির্ভর গোষ্ঠীর মোট ১৪টি দল রয়েছে। সম্প্রতি আটটি দল লক্ষ্য করে ওই ৮ প্রতিনিধি দলের জমানো টাকা তুলে নেওয়া হয়েছে। টাকা জমা থাকতো বৈঁচি স্টেট ব্যাঙ্কে। ওই ৮টি দলের অভিযোগ, তাদের প্রতিনিধিদের সই নকল করে এবছর ১৮ লাখ ৪৪ হাজার ৪১৮ টাকা লোন নেন গোষ্ঠীর প্রধান অসমা খাতুন। সেই টাকা তিনি আত্মসাত্ করে নিয়েছেন।
আরও পড়ুন-'War is over': 'যুদ্ধ শেষ', আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার আমেরিকার
গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজারের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। সবার অজান্তে সই নকল করে টাকা তোলা সম্ভব যদি ব্যাঙ্কের কোনও সহযোগিতা না থাকে। অবিলম্বে এই দুর্নীতির নিষ্পত্তি করতে হবে। ওই দাবিতে আজ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান গোষ্ঠীর প্রায় দুশো মহিলা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)