আজ মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই
আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল। শনিবারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। রবিবার সেখানে একধাক্কায় পারদ নামল আড়াই ডিগ্রি। সকাল হতেই টের পাওয়া গেল শীতের কনকনে আমেজ।
![আজ মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই আজ মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/17/102541-bvkjsdbvdjsbv.jpg)
নিজস্ব প্রতিবেদন : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল। শনিবারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। রবিবার সেখানে একধাক্কায় পারদ নামল আড়াই ডিগ্রি। সকাল হতেই টের পাওয়া গেল শীতের কনকনে আমেজ।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম। আজই মরশুমের শীতলতম দিন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শীতের পথে বাধা নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেছে। বাতাসে কমেছে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে এবার তরতরিয়ে নামবে পারদ।
আরও পড়ুন, দমদম এয়ারপোর্টে পার্কিং হুজ্জুতির শিকার কৌশিক সেন ও পরিবার
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, জাঁকিয়ে শীত পড়া এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে।