নিজেরা বানাতে পারেননি, রাজ্যের থেকে নেতা ধার নিচ্ছে BJP: কাকলি ঘোষ দস্তিদার

লের অবস্থান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

Updated By: Dec 18, 2020, 04:38 PM IST
নিজেরা বানাতে পারেননি, রাজ্যের থেকে নেতা ধার নিচ্ছে BJP: কাকলি ঘোষ দস্তিদার

নিজস্ব প্রতিবেদন: দল বদলের হিরিকে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই শুভেন্দু, জিতেন্দ্র, শীলভদ্র-সহ একের পর এক ইস্তফা পত্র জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। একদিকে যখন BJPতে যোগদান প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করছিলেন মুকুল রায়। অন্যদিকে দলের অবস্থান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নেতাদের দল বদল থেকে কৃষক আন্দোলন একাধিক ইস্যুতে বিরোধীদের প্রতি আজ ক্ষোভ উগড়ে দিয়েছেন কাকলি। 

কী বললেন তিনি.. রইল

* এখনও ৮০ হাজার বুথে মমত বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট রয়েছে।
* তৃণমূলকে দেখে ভারতীয় জনতা পার্টি ভীত, তাই এমন দিকভ্রান্ত হয়ে কাজ করেছে। 
* BJP যত আক্রমণ করবে, তৃণমূল তত শক্তিশালী হবে।
* মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মানুষের আস্থা রয়েছে। 
* জনসাধরমের অর্থে যে পিএম কেয়ার ফান্ড হল, টাকা কোথা থেকে এল এবং কোথায় গেল। 
* BJP যক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে।
* সরকারি আধিকারীকদের ওপর চাপ সৃষ্টি করতে বদলির নির্দেশ দিচ্ছে কেন্দ্র।
* নিজেরা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আবোল তাবোল বকছেন। 
* যারা দল ছাড়ছেন তারা সবাই ব্যভিচারী?

অনেকের অনেক মনোকামনা রয়েছে যেটা লুকোতে চাইছেন। তারা হয়ত বুঝে গিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকলে এই মনস্কামনা পূর্ণ হবে না।

* কেন্দ্রীয় বাহিনী স্বচ্ছ ভাবে ভোট করায়। আমি নিজের লোকসভা কেন্দ্রে দেখেছি, কি ভাবে বন্দুক দেখিয়ে ভোট করানো হয়েছে।

* নিজেরা রাজ্যে নেতা বানাতে পারেননি। তাই তৃণমূল থেকে ধার নিতে হচ্ছে। অনেকেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাথেয় করে অনেক কিছু করে নিয়েছেন। তাঁদের ভয় দেখিয়ে দলে টানা হচ্ছে।
* যত খারাপ লোক দল ছাড়বেন, আমাদের দল পরিচ্ছিন্ন হবে। 
* রবীন্দ্রভারতীর পোস্টার ইস্যুর অপমান বাঙালি সহ্য করবেন না। 
* বাংলার ইতিহাস সংস্কৃতি কিচ্ছু জানে না, নষ্ট করছে। 
* পশ্চিমবঙ্গের লোক ইতিমধ্যেই আওয়াজ তুলছে। আরও হবে।
* ভারতের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে।
* কৃষকের ক্ষতি আমরা সমর্থন করি না।
* বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন 
* স্বচ্ছ রাজনীতি করতে হবে। অধর্ম করছে BJP
* তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। 

.