চোখের পলকে মত্সজীবীকে তুলে নিয়ে গেল বাঘ, বাধা দেওয়ার সুযোগই পেল না ২ সঙ্গী
মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার বসিহাটের ১ মত্সজীবী। মঙ্গলবার দুপুরে বসিরহাট রেঞ্জের ঝিলা জঙ্গলে তাকে তুলে নিয়ে যায় বাঘ।
নিজস্ব প্রতিবেদন: মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার বসিহাটের ১ মত্সজীবী। মঙ্গলবার দুপুরে বসিরহাট রেঞ্জের ঝিলা জঙ্গলে তাকে তুলে নিয়ে যায় বাঘ।
আরও পড়ুন-সাত দিন প্রচারের সময় দিয়ে হোক উপনির্বাচন, দিল্লির নির্বাচন কমিশনে যাচ্ছে TMC
এদিন ঝিলা-৩ জঙ্গলে মাছ ধরতে যান লাহিড়ীপুরের চরঘেরি এলাকার বাসিন্দা ধরণী মণ্ডল ও তার দুই সঙ্গী। দুপুরে তারা মাছ ও কাঁকড়া করছিলেন কাঁকসা নদীতে। ধরণীর দুই সঙ্গীর দাবি, কিছু বুঝে ওঠার আগেই জঙ্গল থেকে বেরিয়ে এসে ধরণীর উপর লাফিয়ে পড়ে এক বাঘ। চোখের পলকে তাকে তুলে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে।
আরও পড়ুন-স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে থানায় ডাইরি স্বামীর, দুর্গন্ধ বের হতেই পর্দাফাঁস
বন দফতর সূত্রে খবর, বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিখোঁজ এমন এক খবর পাওয়া গিয়েছে। তবে অবৈধভাবে তারা নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরছিল। ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ধরণী মণ্ডলের মৃতদেহ উদ্ধার করেছে তার সঙ্গীরা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)