Cooperative Election: ভোট জিতেও সমবায় সমিতি হাতছাড়া বামেদের! ক্ষমতায় সেই তৃণমূলই...

পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ সোসাইটির আসনসংখ্যা ৯। ভোটাভুটিতে ৫টি আসনেই জিতেছিলেন সিপিএম প্রার্থীরা।

Updated By: Apr 20, 2023, 06:23 PM IST
Cooperative Election: ভোট জিতেও সমবায় সমিতি হাতছাড়া বামেদের! ক্ষমতায় সেই তৃণমূলই...

কিরণ মান্না: পাঁশকুড়ায় ভোট জিতেও সমবায় সমিতি হাতছাড়া হয়ে গেল বামেদের! কেন? ডিরেক্টর-সহ বোর্ড গঠন করল তৃণমূলই। শুধুমাত্র সভাপতির আসনে বসলেন সিপিএমের জয়ী প্রার্থী।

পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ সোসাইটির আসনসংখ্যা ৯। ভোটাভুটিতে ৫টি আসনেই জিতেছিলেন সিপিএম প্রার্থীরা। তৃণমূলের দখলে ছিল ৪টি। আর বিজেপি শূন্য।

তাহলে? এদিন বোর্ড গঠনের সময়ে দেখা যায়, একজন ব্যাংক নমিনিকে নিয়ে তৃণমূল ও সিপিএমের আসন সমান।  এরপর লটারিতে ডিরেক্টর, সহ-সভাপতি-সহ  কো-অপারেটিভ সোসাইটির বোর্ড চলে যায় শাসকদলের দখলে! আর সিপিএম? সভাপতির পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

আরও পড়ুন: Siliguri: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শিশু চুরি, তোলপাড় হাসপাতালে

এদিকে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবব্রত পট্রনায়ক বলেন, 'সমবায় সমিতি হচ্ছে শাসকদলের কাছে মধু খাওয়ার জায়গা। যেকোনও উপায়ে সমবায় সমিতি দখল করতে হবে, সেটাই করে দেখালেন পাঁশকুড়ার তৃণমূল নেতারা'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.