দলীয় পতাকা লাগানো নিয়ে উত্তেজনা ভাঙড়ে, ISF কর্মীদের হুমকি TMCর

রাত পোহালেই ভোটের তৃতীয় দফা। তবে ভোটবঙ্গে উত্তেজনা রয়েছেই। দলীয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ফের সংঘর্ষ দুই দলের মধ্যে। এবার ঘটনাস্থল ভাঙড়। আইএসএফ-কে পতাকা লাগাতে দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ভাঙ্গর বিধানসভা কেএলসি থানার বামনঘাটা এলাকায়।

Updated By: Apr 5, 2021, 04:25 PM IST
দলীয় পতাকা লাগানো নিয়ে উত্তেজনা ভাঙড়ে, ISF কর্মীদের হুমকি TMCর

নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই ভোটের তৃতীয় দফা। তবে ভোটবঙ্গে উত্তেজনা রয়েছেই। দলীয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ফের সংঘর্ষ দুই দলের মধ্যে। এবার ঘটনাস্থল ভাঙ্গর। আইএসএফ-কে পতাকা লাগাতে দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ভাঙ্গর বিধানসভা কেএলসি থানার বামন ঘাটা এলাকায়।

আরও পড়ুন: WB Assembly Election 2021: সিঙ্গুরে সংযুক্ত মোর্চার মহামিছিল, বিমান-প্রদীপের সঙ্গে হাঁটলেন শ্রীলেখা- রাহুলরাও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের গ্রামে দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী-সমর্থকরা। সেই সময়ে একদল তৃণমূল কর্মী আসেন ঘটনাস্থলে, অভিযোগকারীরা জানাচ্ছেন এরপরই তাঁদের পতাকা লাগাতে বাঁধা দেন TMCর সমর্থকরা। শুরু হয় বচসা। সেখান থেকেই পরিস্থিতি চরমে ওঠে। ISF-এর কর্মীদের একাধিক হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এ নিয়ে কেএলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ কর্মীরা। 

Tags:
.