করোনা আক্রান্ত হন, প্রয়াত কোচবিহারের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি

 পরে অবশ্য তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । 

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 29, 2020, 04:24 PM IST
করোনা আক্রান্ত হন, প্রয়াত কোচবিহারের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরে লড়াই চালানোর পর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেও শেষরক্ষা হল না। মৃত্যু হয়েছে কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিষ্ণুব্রত বর্মন। কলকাতায় মৃত্যু হয়েছে তাঁর। 

জানা গিয়েছে, সম্প্রতি তিনি করোনাতে আক্রান্ত হন। পরে অবশ্য তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। তবে তাঁর কিডনি ও হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। প্রথমে কোচবিহার মেডিকেল কলেজে বিষ্ণুব্রত বর্মনের চিকিৎসা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়। শারীরিক পরস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবারই যুব তৃণমূল নেতাকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়। 

আজ কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিষ্ণুব্রত বর্মন। তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রয়াত বিষ্ণুব্রত বর্মণ প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি ছাড়াও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও ছিলেন। 

আরও পড়ুন, স্ত্রী-সন্তান থাকতেও মন্দিরে লুকিয়ে বিয়ে, ৯ মাস পর দ্বিতীয় স্ত্রীকে নৃশংসভাবে খুন শিক্ষক স্বামীর

.