রাজ্যে গৃহহীনদের ৮ লাখ বাড়ি দেবে সরকার, মাটি উৎসবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বর্ধমান জেলার জন্য একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

Updated By: Jan 3, 2018, 09:16 AM IST
রাজ্যে গৃহহীনদের ৮ লাখ বাড়ি দেবে সরকার, মাটি উৎসবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আশ্রয়হীন মানুষদের জন্য বাড়ির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। বর্ধমানের মাটি উৎসব থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৯ জানুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রাথমিকভাবে পাঁচ লাখ পরিবারের হাতে ‘বাংলার বাড়ি’ তুলে দেওয়া হবে। অর্থাৎ ওইদিন ওই পাঁচ লাখ বাড়ির আনুষ্ঠানিক শিলান্যাস করা হবে। প্রসঙ্গত বাংলা আবাস ‌যোজনায় রাজ্যের মোট ৮ লাখ মানুষকে বাড়ি দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পাওয়ারগ্রিড বিরোধীদের মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ, ফের উত্তপ্ত ভাঙড়

মঙ্গলবার বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধন করেন মমতা। এদিন তিনি বর্ধমান জেলার জন্য একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন। জেলায় ৪টি পাওয়ার সাব স্টেশন, ৫টি কৃষক মান্ডি তৈরি করা হবে। এছাড়া নিম্ন দামোদর এলাকায় বন্যার প্রকোপ কমাতে ২৭০০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে এদিন মুখ্যমন্ত্রী চলে ‌যান বীরভূম। সেখানে বুধবার একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। শেষে আহমেদপুরে জনসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.