Weather Today: আংশিক মেঘলা আকাশ শহরের, হাল্কা শীতের আমেজ রাজ্যজুড়ে

আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্কার থাকবে৷ 

Updated By: Oct 24, 2021, 08:36 AM IST
Weather Today: আংশিক মেঘলা আকাশ শহরের, হাল্কা শীতের আমেজ রাজ্যজুড়ে
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: কেটেছে নিম্নচাপের মেঘ৷ এবার হাল্কা কুয়াশামাখা ভোরে ঢাকতে চলেছে আকাশ৷  আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্কার থাকবে৷ এই মুহূর্তে আবহাওয়া আরামদায়ক থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরে তরফে৷। অন্যদিকে, উত্তরবঙ্গেও কাটতে চলেছে বিপর্যয়। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার সকালের উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে। 

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনও কোনও সময় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে৷ দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রার বিশাল পরিবর্তন হবে না৷ রাজ্যের সব জেলার আবহাওয়াই আপাতত শুকনো থাকবে বলেং জানানো হয়েছে।

আরও পড়ুন, Uttarkhand: অবশেষে ফোন এল; 'ভালো আছি', জানালেন বাঁকুড়ার ৭ অভিযাত্রী

তবে প্রাক শীতের মুহূর্তে কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপর ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা এমনই আবহাওয়া থাকবে৷ 

এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৪৯ শতাংশ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.