Alipurduar: আলিপুরদুয়ারে মহিলার মাথায় গুলি বাইক আরোহী যুবকের; ঘটনাস্থলেই মৃত্যু, তোলপাড় এলাকা
Alipurduar: গুলি চালিয়েই ওই যুবক হাসপাতালের ভেতর দিয়ে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, মহিলাকে গুলি করে ওই যুবক চলে যায় পাশ্বর্বর্তী ইটখোলা এলাকায়। সেখানে এক যুবককে গুলি করে ওই বাইক আরোহী যুবক
![Alipurduar: আলিপুরদুয়ারে মহিলার মাথায় গুলি বাইক আরোহী যুবকের; ঘটনাস্থলেই মৃত্যু, তোলপাড় এলাকা Alipurduar: আলিপুরদুয়ারে মহিলার মাথায় গুলি বাইক আরোহী যুবকের; ঘটনাস্থলেই মৃত্যু, তোলপাড় এলাকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/17/509582-6.png)
তপন দেব: গুলির শব্দে চমকে উঠল আলিপুরদুয়ারের সমাজপাড়া। এক মহিলাকে বাইকে ধাওয়া করে গুলি করল এক যুবক। গুলি লাগে মহিলার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এরপরই হামলাকারী ওই যুবক ঘটনাস্থলের পাশেই একটি জায়গায় এক যুককে গুলি করে। গুলি লাগে তার পায়ে।
আরও পড়ুন-ফের পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ইউনূস!
মঙ্গলবার সন্ধে প্রায় সাড়ে ছটা। আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় এক মহিলাকে লক্ষ্য করে গুলিয়া চালায় এক বাইক আরোহী যুবক। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। গুলির শব্দ পেয়ে ছুটে আসে এলাকার মানুষজন। তারা দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। বাইকে চড়ে পালাচ্ছে এক যুবক।
এদিকে, গুলি চালিয়েই ওই যুবক হাসপাতালের ভেতর দিয়ে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, মহিলাকে গুলি করে ওই যুবক চলে যায় পাশ্বর্বর্তী ইটখোলা এলাকায়। সেখানে এক যুবককে গুলি করে ওই বাইক আরোহী যুবক। গুলি লাগে যুবকের পায়ে। কিন্তু এবার ওই হামলাকারী যুবক আর ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। স্থানীয় মানুষজন তাকে ধরে ফেলে বেদম মারধর করে। সেই যুবকের অবস্থা এখন আশঙ্কাজনক। তাকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
ভরসন্ধেয় এমন গোলগুলিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে হাসপাতালের কাছে গুলি চলেছে সেখানে অনেক রাত পর্য়ন্ত মানুষ চলাফেরা করে। পুলিসি টহলদারিও থাকে। সেখানে কীভাবে এরকম হামলা চলল তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন ওই মহিলাকে গুলি করা হল তা এখনও স্পষ্ট নয়। হামলাকারী যুবকের পরিচয়ও এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)