Zee 24 Ghantaর খবরের জের, ফিরিয়ে দেওয়া কিশোরকে ভর্তি নিল SSKM
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও নামখানার কিশোর অতনু শীটকে ফিরিয়ে দেয় দক্ষিণ কলকাতার ইকবালপুরে নেজাতি সুভাষ নার্সিং হোম।
নিজস্ব প্রতিবেদন: জি চব্বিশ ঘণ্টার খবরের জের। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও ভর্তি না নেওয়া কিশোরকে ভর্তি নিল SSKM হাসপাতাল। গতকাল জি ২৪ ঘণ্টাই প্রথম তুলে ধরে হয়রানির ছবি। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও নামখানার কিশোর অতনু শীটকে ফিরিয়ে দেয় দক্ষিণ কলকাতার ইকবালপুরে নেজাতি সুভাষ নার্সিং হোম।
আরও পড়ুন: হুঁশিয়ারিই সার, Swasthya Sathi কার্ডের কথা বলতেই মুখ ফেরাল নার্সিংহোম
রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ নামখানার তারাপদ বাঙ্ক রোডে একটি বেপরোয়া টোটো এসে ধাক্কা মারে অতনুকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নামখানা ও পরে ডায়মন্ডহারবারের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সঙ্কটজনক থাকায় তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়।
অতনুর পরিবারের দাবি, ইকবালপুরের নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর কিশোরকে ভর্তি নিতে রাজি হয় তারা। কিন্তু ‘স্বাস্থ্যসাথী কার্ড’ গ্রহণ করা হবে না বলে সাফ জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। জি চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের পরেই SSKM হাসপাতালে ভর্তির ব্যবস্থা হয় কিশোরের।