এবার অ্যাপেল স্টোর খুলছে ভারতে
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অ্যাপেল স্টোর খুলছে ভারতে। গোটা বিশ্বে ১৭টি দেশে ৪৬০টি স্টোর আছে অ্যাপেলের। তার মধ্যে অর্ধেকই মার্কিন মুলুকে। একেবারে অ্যাপেল স্টোর থেকে প্রোডাক্ট কেনার সৌভাগ্য হতে চলেছে ভারতীবাসীর।
ওয়েব ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অ্যাপেল স্টোর খুলছে ভারতে। গোটা বিশ্বে ১৭টি দেশে ৪৬০টি স্টোর আছে অ্যাপেলের। তার মধ্যে অর্ধেকই মার্কিন মুলুকে। একেবারে অ্যাপেল স্টোর থেকে প্রোডাক্ট কেনার সৌভাগ্য হতে চলেছে ভারতীবাসীর।
টাটার ইলেকট্রনিক চেন ক্রোমার সঙ্গে গাঁটছাড়া বেধে দেশের ৬টি জায়গায় স্টোর খুলছে অ্যাপেল। ৪০০ থেকে ৫০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিশ্বের বাকি স্টোরগুলির আদলেই এই স্টোরগুলি হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মুম্বই ও বেঙ্গালুরুতে খোলা হবে এই স্টোরগুলি। ধীরে ধীরে দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও খোলা হবে স্টোর।