Noida Teen: নয়ডার কিশোরের অসামান্য কীর্তি! গ্রহাণু আবিষ্কার করে নাম তুলল ইতিহাসের পাতায়...
NASA-র একটি আন্তর্জাতিক গ্রহাণু আবিষ্কার প্রকল্পে (IADP) অংশগ্রহণ করে দাকশ। দেড় বছরেরও বেশি সময় ধরে গ্রহাণু খুঁজে বেড়াচ্ছিল দাকশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়ডার ১৪ বছরের কিশোরের অসামান্য কীর্তি। গ্রহাণু আবিষ্কার করে ফেলল নবম শ্রেণির ছাত্র দাকশ মালিক। প্রাথমিকভাবে আবিষ্কৃত গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ‘2023 OG40’। মঙ্গল ও বৃহস্পতির মঝে অবস্থিত এই গ্রহাণুটি।
নয়ডার শিব নাদার স্কুলের ছাত্র দাকশ। NASA-র একটি আন্তর্জাতিক গ্রহাণু আবিষ্কার প্রকল্পে (IADP) অংশগ্রহণ করে সেই গ্রহাণু আবিষ্কার করে। তার আবিষ্কৃত সেই গ্রহাণুর এবার নামকরণ হবে। ইতিহাস তৈরি করতে চলেছে নয়ডার কিশোর। মহাকাশের প্রতি দাকশের আগ্রহ খুব অল্প বয়স থেকেই। এই গ্রহাণু আবিষ্কারকে দাকশ তার ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছেন।
দাকশ তার আরও ২ সহপাঠীর সঙ্গে IADP-র অংশ হিসাবে দেড় বছরেরও বেশি সময় ধরে গ্রহাণু খুঁজে বেড়াচ্ছিল। এই IADP প্রকল্পের মাধ্যমে ৮০টিরও বেশি দেশের অংশগ্রহণকারীরা অনাবিষ্কৃত গ্রহাণুগুলি খোঁজার চেষ্টা চালিয়ে যায়। তবে শুধুমাত্র কয়েকজনই উল্লেখযোগ্য আবিষ্কার করতে সক্ষম হয়। দাকশ তাদের মধ্যে একজন।
দেশে মাত্র পাঁচজন এই কৃতিত্ব অর্জন করেছে। দাকশ তার সাফল্যের কৃতিত্ব তার স্কুলের মানমন্দির এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি শিক্ষকদের উৎসর্গ করেছে। আপাতত দুটি নাম নিয়ে ভাবনাচিন্তা চলছে। 'বিশ্বের ধ্বংসকারী' ও 'কাউন্টডাউন', এখন এই দুটি বিকল্পের মধ্যে কোন নামটি চূড়ান্ত হবে, তা নাসা আনুষ্ঠানিকভাবে জানাবে।
তবে গ্রহাণুর নামকরণের প্রক্রিয়া তাৎক্ষণিক নয়। একটি গ্রহাণুর অস্থায়ী আবিষ্কারের পরে NASA-র যাচাইকরণ প্রক্রিয়া ৫ বছর পর্যন্ত সময় নিতে পারে। একবার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে মাইনর প্ল্যানেট সেন্টার (MPC) তখন সেই গ্রহাণুকে অফিসিয়াল স্ট্যাটাস দেয় ও তখন সেটি প্যারিসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তালিকাভুক্ত হয়।
আরও পড়ুন, Tiger Urine: বাতের ব্যথায় 'অব্যর্থ ওষুধ' বাঘের মূত্র! চিড়িয়াখানায় রমরমিয়ে চলছে বিক্রি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)