স্মার্টফোনের দাম কমতে পারে, দাবি জিএফকে সংস্থার

চলতি বছরে স্মার্টফোনের দাম কমতে পারে। জিএফকে সংস্থার এক সমীক্ষায় জানানো হয়েছে, ২০১৫ ভারতে স্মার্টফোনের দাম ১১ শতাংশ পরতে পারে।

Updated By: Aug 18, 2015, 01:36 PM IST
স্মার্টফোনের দাম কমতে পারে, দাবি জিএফকে সংস্থার

ওয়েব ডেস্ক: চলতি বছরে স্মার্টফোনের দাম কমতে পারে। জিএফকে সংস্থার এক সমীক্ষায় জানানো হয়েছে, ২০১৫ ভারতে স্মার্টফোনের দাম ১১ শতাংশ পরতে পারে।

জিএফকে সংস্থার দাবি, এইমুহূর্তে ৬ শতাংশ স্মার্টফোন ফোর জি দখলে রয়েছে। বিশ্বের সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি হয় ভারতে। চলতি বছরে দ্বিতীয় অর্থবর্ষে স্মার্টফোনের বিক্রি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা আরও দাবি করছে, খুব শীঘ্রই ভারতে ফোর জি একচেটিয়া বাজার করবে।

তবে চিনা মোবাইল ও লোকাল স্মার্টফোন যেভাবে কম দামে বাজার দখল করে চলেছে, নামী কোম্পানীদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। এরফলে 'দর -যুদ্ধে' দেখা গেছে সার্বিক বিক্রি দর (ASPs) -এ ৮০ শতাংশ মোবাইল কম দামে বিক্রি হয়, সেক্ষেত্রে বাধ্য হয়ে নামী মোবাইল কোম্পানীদের স্মার্টফোনের দাম কমাতে হবে বলে মনে করছেন, বিশেষজ্ঞরা।

.